রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে কলকাতা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে কলকাতা

প্রথম ম্যাচে হার। তারপর টানা দুই ম্যাচে জয়। এই ফলাফলে আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আসরের নিজের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে তারা। শুক্রবার (১৪ এপ্রিল) ঘরের মাঠ ইডেন গাডেন্সে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। যারা এখন পর্যন্ত জয় পেয়েছে একটি ম্যাচে।

কলকাতা এখনও পর্যন্ত পাঁচজন বিদেশী ক্রিকেটারকে খেলিয়েছে। তাদের মধ্যে একজন ওপেনার, দুইজন অলরাউন্ডার আর বাকি দুইজন পেসার। এই পাঁচজন ছাড়াও দলের সঙ্গে ইতোমধ্যে যোগ দিয়েছেন জেসন রয় ও লিটন দাস।

তাদেরকেও একাদশের ভাবনায় রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে বিদেশীদের মধ্যে প্রথম সারির এই সাত জনের মধ্যেই একাদশের লড়াইটা হবে।

তবে লিটনের মূল লড়াইটা মূলত রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে হবে। গুরবাজ ইতোমধ্যে আসরে তিন ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে এক ফিফটিসহ ৩১.৩৩ গড়ে মোট সংগ্রহ ৯৪ রান। স্ট্রাইক রেট ছিল ১৩০ এর কাছাকাছি। এমন পরিসংখ্যান তাকে খুব বেশি এগিয়ে না রাখলেও, দলের বাকিদের সঙ্গে তুলনা করলে ব্যর্থ বলারও সুযোগ নেই।

একাদশে জায়গা পেতে লিটনের আরেক প্রতিদ্বন্দী রয়। আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রয় এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। ২৯.৯১ গড় ও ১২৯.০২ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২৯।

সম্ভাব্য একাদশ

জেসন রয়/লিটন দাস, নারায়ন জগদীশন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিংকু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]