মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নিগার সুলতানা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন নিগার সুলতানা

সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রদত্ত ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ বাংলাদেশের নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নিগারের নেতৃত্বে এই বছরের শুরুতে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। বাছাইয়ে দারুণ আধিপত্য বিস্তার করে বিশ্বমঞ্চে খেলার যোগ্যতা লাভ করেছিল তারা।

টি-২০ বিশ্বকাপের বাছাই খেলতে এখন বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড জয়ের অনুভূতিতে অনেক খুশি তিনি। এক ভিডিও বার্তায় সেটাই জানান নিগার।

নিগার বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ডের ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্যাটাগরিতে আমাকে মনোনীত করায় আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবাইকে। এটি আমার ও আমার পরিবারের জন্য অনেক গর্বের বিষয়, যা আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।’

২০১৪ সাল থেকে টি-২০ বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ করছে বাংলাদেশ। অথচ মূল আসরে ১৬ ম‌্যাচে জয় মাত্র একটি। সেটাও ঘরের মাঠে শ্রীলংকাকে ৩ রানে হারিয়ে। অথচ বাছাইপর্বে ২০১৬ ও ২০২০ সালে বাংলাদেশ চ‌্যাম্পিয়ন, ২০১৮ সালে রানার্সআপ হয়।

পারফরম‌্যান্সের এ ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রাখতে চায় এবারের বাছাইপর্বেও। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারীদের টি-২০ বিশ্বকাপের আসর। এবারও বাছাইপর্ব উতরাতে হবে বাংলাদেশকে। যে মিশন শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে।

২৬ সেপ্টেম্বর পর্যন্ত আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম‌্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। চ‌্যাম্পিয়ন হওয়ার লক্ষ‌্য নিয়ে এবারও বাংলাদেশ উড়াল দিয়েছে মরুর দেশে।

বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’তে। সেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আয়ারল‌্যান্ড, ম‌্যাচটি হবে ১৮ সেপ্টেম্বর। পরদিনই বাংলাদেশ মাঠে নামবে স্কটল‌্যান্ডের বিপক্ষে। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]