মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় মোরেলগঞ্জে ৮৭ সাইক্লোন শেল্টার প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১২ মে ২০২৩ | প্রিন্ট

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় মোরেলগঞ্জে ৮৭ সাইক্লোন শেল্টার প্রস্তুত

উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ৮৭টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর ১২ টায় জরুরি সভা শেষে এ তথ্য জানানো হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন, দুর্যোগ মোকাবেলায় ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা ও মাইকিং করার জন্য বলা হয়েছে। ৮৭টি সাইক্লোন শেল্টারে প্রতিটিতে ৩ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, বৃহস্পতিবার এক জরুরি সভায় দুর্যোগ প্রবণ উপকূলীয় এ উপজেলার নদীর তীরবর্তী বাসিন্দা, জেলে ও অধিক ঝুঁকিপূর্ণ এলাকার সকলকে সতর্ক করা, সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত করা, প্রয়োজনীয় বিশুদ্ধ পানি উৎপাদন, শুকনো খাবার মজুদ ও সংরক্ষণ, মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নদীর তীরবর্তী এ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৪ লাখ মানুষের বসবাস। বিগত ২০০৭ সালে ১৫ নভেম্বর ভয়াল সিডরে প্রাণ হারাতে হয়েছে ৯৩ জন মানুষকে। একদিকে পানগুছি নদীর অব্যাহত ভাঙ্গনে প্রতিবছরেই হাজার হাজার বিঘা ফসলী জমি নদী গর্ভে চলে যায়। নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। অতিরিক্ত লবণাক্ততায় সুপেয় পানির অভাবে এ অঞ্চলের মানুষের প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে।

এ ছাড়াও খাউলিয়া ইউনিয়নের মধ্য বরিশাল, কুমারখালী, বহরবুনিয়ার ফুলহাতা, ঘসিয়াখালী, উত্তর ফুলহাতা, তেলিগাতির হেড়মা, মিস্ত্রীডাঙ্গা, হোগলাবুনিয়ার পাঠামারা, বদনীভাঙ্গা, বারইখালীর কাস্মির, উত্তর সুতালড়ী, সদর ইউনিয়নের গাবতলা, কাঠাতলাসহ ২০টি গ্রামের হাজার হাজার ৫ হাজার পরিবার দুর্যোগ এলেই আতংকে থাকতে হয়।

পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, দেবরাজ ও নতুন বাজার এলাকার ১৭শ’ মিটার অস্থায়ী বেড়িবাঁধ অনেক স্থান থেকে দুর্বল হয়ে পড়েছে। অতিরিক্ত পানির চাপ বৃদ্ধি হলে বাধ ভেঙ্গে গিয়ে কয়েক গ্রাম প্লাবিত হবে।

বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহাজান আলী খান বলেন, শ্রেনীখালী গ্রামের শতাধিক জেলেরা ইতোমধ্যে নৌকা ট্রলার নিয়ে ফিরে এসেছে। শ্রেনীখালী হয়ে মুন্সিরহাট পর্যন্ত দেড় কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধের দাবি জানান তিনি।

সাগর ও নদী থেকে ফিরে আসা শ্রেনীখালী গ্রামের জেলে এমদাদুল শেখ, মহারাজ খান, মজলু খান, গাবতলা গ্রামের বেল্লাল শেখ, সোনাখালী গ্রামের কাইয়ুম শেখ বলেন, বন্যা আসছে এ খবর শুনে এ পেশার অধিকাংশ জেলেরা পরিবার পরিজনের কাছে ফিরে এসেছেন। আবার অনেকেই সাগরের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে ছোট ছোট খালের মধ্যে অবস্থান করছেন।

সভায় মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির সভায় দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। এছাড়াও উপজেলার সকল কর্মকর্তা, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সিপিপি, স্কাউট, এনজিও প্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]