রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট

নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র-গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে একটি ১২ বোর একনলা বন্দুক, দেশীয় তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি বিদেশি ধারালো সুইচ গিয়ার (ছুরি) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর উপ পরিচালক এ কে এম মুনিরুল আলম।

গ্রেফতাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার সদর থানার বাড়ীরটেক গ্রামের আ. সামাদের ছেলে মো. সোহেল (৩৩), মুন্সীগঞ্জ সদর থানার পশ্চিম মুক্তারপুর গ্রামের আলী আক্কাসের ছেলে রহিম বাদশা (৩৫) ও একই গ্রামের মো. আলী আকবরের ছেলে মো. প্রভাত হোসেন (৩৫)।

র‌্যাব জানায়, গ্রেফতাররা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর উপপরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতার সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এসব সন্ত্রাসী কাজের জন্য তারা নিজেদের কাছে অবৈধ অস্ত্র বহন করে থাকেন। এছাড়া নিজেদের এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন তারা।

গ্রেফতারদের মধ্যে মো. সোহেল নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলার পলাতক আসামি। অবৈধ অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনজনকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১১’র উপ পরিচালক এ কে এম মুনিরুল আলম।

Facebook Comments Box
advertisement

Posted ২:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]