সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার সিটির শিরোপা উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ মে ২০২৩ | প্রিন্ট

চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার সিটির শিরোপা উদযাপন

আর্সেনালকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে এক দিন আগেই শনিবার (২০ মে) হ্যাটট্রিক শিরোপা উপহার দিয়েছে নটিংহাম ফরেস্ট। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি রোববার (২১ মে) শিরোপা উদ্‌যাপন করল ঘরের মাঠ ইতিহাদে চেলসিকে ১-০ গোলে হারিয়ে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজের একমাত্র গোলে জয়ের পর প্রিমিয়ার লিগের ট্রফিটাও হাতে তুলেছে পেপ গার্দিওলার দল।

‘ট্রেবল’ জয়ের স্বপ্ন দেখা সিটি এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচে জয় পেল। ৩৬ ম্যাচে ৮৮ পয়েন্ট সিটির। এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে দলটি। অন্যদিকে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি ৩৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পড়ে আছে ১২ নম্বরে।

শিরোপা নিশ্চিত করে নির্ভার হওয়া গার্দিওলা আজ দ্বিতীয় সারির দল নামিয়েছেন। শুরুর একাদশে থাকা আলভারেজ দলকে গোল এনে দেন ১২ মিনিটে। কাইল ওয়াকারের কাছ থেকে বল পেয়ে চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগাকে ফাঁকি দিয়ে গোল পেয়ে যান। আলভারেজ আরেকবার চেলসির জালে বল জড়িয়েছিলেন। তবে সেটি বাতিল হয়ে যায় গোলের বিল্ডআপে হ্যান্ডবল হওয়ায়।

সামনেই এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এ কারণেই আজ গোলমেশিন আর্লিং হলান্ডসহ নিয়মিত একাদশের বেশির ভাগকে বেঞ্চে রেখেই একাদশ সাজান গার্দিওলা। তবে খেলা দেখে মনে হয়নি সিটির ‘দ্বিতীয়’ দল খেলছে। শেষ দিকে অবশ্য মাঠে নেমেছিলেন হলান্ড।

সিটি ম্যাচ শুরু করে চেলসির কাছ থেকে গার্ড অব অনার পেয়ে। রেফারি শেষ বাঁশি বাজাতেই হাজার হাজার সিটি সমর্থক ঢুকে পড়েন মাঠে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]