শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট

অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১২ কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকসহ (অতিরিক্ত ডিআইজি) পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (২২ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদের শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে, নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার এসএম রফিকুল ইসলামকে সিআইডি সদর দফতরে, সৈয়দপুর রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানকে হাইওয়ে পুলিশে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার রাহাত গাওহারীকে ট্যুরিস্ট পুলিশে, ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ হাবীনুর নবী আনিছুর রশিদকে ঢাকার এসবিতে, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাকির হোসেনকে রংপুর মহানগরীতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ ফয়সাল আহম্মেদকে চট্টগ্রাম মেট্রোপলিটনে, রংপুর মহানগরীর উপপুলিশ কমিশনার মো. আবু সাঈমকে পুলিশ সদর দফতরে, রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার ড. তানিয়অ আনসারীকে পুলিশ সদর দফতরে, ময়মনসিংহ রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবীরকে চট্টগ্রাম মেট্রোপলিটনে এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]