সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট

মুম্বাইকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাট

জয়ের জন্য প্রস্তুত ছিল গুজরাট টাইটান্স। ব্যাক টু ব্যাক শিরোপার দৌঁড়ে প্রথম পর্বে সেই বার্তাটিই দিয়ে রেখেছিল হার্দিক পান্ডিয়ার দল। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে বাধা হয়ে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস। তবে দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে ভুল করেনি গুজরাট। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে চলতি আইপিএলের ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি হলো গুজরাট।

শুক্রবার (২৬ মে) রাত ৮টায় আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করে গুজরাট। জবাবে ১৮.২ ওভারে ১৭১ রান তুলতেই গুটিয়ে যায় মুম্বাইয়ের ইনিংস।

বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। দলীয় ৫ রানে সাজঘরে ফেরেন ওপেনার নেহাল ওয়াধেরা (৩ বলে ৪ রান)। এরপরে স্কোরবোর্ডে ২১ রান তুলতেই বিদায় নেন অধিনায়ক রোহিত শর্মা (৭ বলে ৮ রান)। সেখান থেকে মুম্বাইকে উদ্ধার করার দায়িত্ব নেন তিলক বর্মা, ক্যামেরুন গ্রিন ও সূর্যকুমার যাদব। এই তিনজনের রানে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে মুম্বাই।

তবে দলীয় ৭২ রানে তিলক (১৪ বলে ৪৩ রান), ১২৪ রানে ক্যামেরুন গ্রিন (২০ বলে ৩০ রান) ও ১৫৫ রানে সূর্যকুমার (৩৮ বলে ৬১ রান) আউট হলে ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় মুম্বাই। শেষ দিকে কেউই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি। তাতে ৬২ রানে হেরে চলতি আইপিএল থেকে বিদায় নিতে হলো রোহিত শর্মার দলকে। এ দিন গুজরাটের পক্ষে ২.২ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন মোহিত শর্মা।

গুজরাটের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনার ঋদ্ধিমান সাহা কিছুটা দেখেশুনে এগিয়ে যাচ্ছিলেন। শুরুতে শুভমান গিলও অনেকটা ঋদ্ধিমানকে অনুসরণ করেছেন। তাতে প্রথম ৪ ওভারে রান আসে মাত্র ২৭। এরপরেই হাত খোলার চেষ্টা করেন এই দুই ওপেনার। এর মধ্যে ৬.২ ওভারে ১৬ বলে ১৮ রান করে বিদায় নেন ঋদ্ধিমান। তবে অপর প্রান্তে অনড় থাকেন গিল।

ঋদ্ধিমানের পরে উইকেটে সাই সুদর্শন এলে গিল তাকে নিয়ে মাত্র ৬৪ বলে ১৩৮ রানের জুটি গড়ে তোলেন। ১৬.৫ ওভারে সার্ধশত রানের দিকে এগিয়ে যাওয়া গিলকে থামান মুম্বাইয়ের পেসার আকাশ মাধওয়াল। এরপরে দলীয় ২১৪ রানে রিটায়ার আউট হয়ে মাঠ ছাড়তে হয় ৩১ বলে ৪৩ রান করা সুদর্শনকে।

শেষ দিকে ১৩ বলে ২৮ রান করে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও ২ বলে ৫ রান করে রশিদ খান অপরাজিত থাকেন। মুম্বাইয়ের পক্ষে বোলিংয়ে সফলতা বলতে ১টি করে উইকেট পেয়েছেন আকাশ মাধওয়াল ও পিযুষ চাওলা।

আগামী ২৮ মে রাত ৮টায় আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]