মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাফজয়ী কোচ ছাড়াই সাবিনাদের প্রথম অনুশীলন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট

গত সেপ্টেম্বরে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত ‘সাফ’ এর শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পিছনে অন্যতম কারিগর ছিলেন দেশি কোচ গোলাম রব্বানী ছোটন। তাকে ছাড়াই কখনো নারী দলের অনুশীলন হয়নি। এই প্রথম তাকে ছাড়াই অনুশীলন করল বাংলাদেশের মেয়েরা।

গতকাল হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাফজয়ী এ কোচ ছোটন। গণমাধ্যমকে বাফুফের চাকরি ছাড়ার বিষয়টি সর্ম্পকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি নারী দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘আগামী মাস পর্যন্ত দলের সঙ্গে আছি। গত সাত-আট বছর অক্লান্ত পরিশ্রম করেছি। পারিবারিক জীবন ও ব্যক্তিগত জীবনে সময় দিতে পারিনি। একের পর এক টুর্নামেন্টে যে শারীরিক-মানসিক চাপ সেটা থেকে আমার বিশ্রাম দরকার।

ছোটনের সঙ্গে সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন মাহবুবুর রহমান লিটু ও অনন্যা। ফুটবলার থেকে কোচ হওয়া অনন্যার কাছে ছোটনের আজকের অনুপস্থিতি চোখে পড়েছে প্রকটভাবে, ‘যখন খেলোয়াড় ছিলাম তখনও দেখেছি ছোটন স্যার সবার আগে অনুশীলনে। আবার যখন কোচিং স্টাফে আসলাম, তখনও একই অভিজ্ঞতা স্যারই সবার আগে। শারীরিক অসুস্থতা নিয়েও মাঠে ছিলেন। পারিবারিক অনুষ্ঠানে গিয়েছেন অনুশীলনের আগে-পরে।’

ছোটনের অনুপস্থিতিতে আজ (২৭ মে) কোচ লিটু অনুশীলন করিয়েছেন। যা নিয়ে লিটু বলেন, ‘গতকাল (শুক্রবার) শুধু সাইক্লিং ছিল। ছোটন শুক্রবার আসে না। আজ মাঠে অনুশীলন ছিল। ছোটন আজই প্রথম অনুপস্থিত, তাই আমি অনুশীলন করালাম।’

বাফুফেতে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ছোটন। তাই আজ অনুশীলনে তিনি অনুশীলনেও হাজির হননি। খুব শিগগিরই বাফুফেতে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]