সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, প্রাণে বাঁচতে বাস থেকে লাফ দেন গার্মেন্টকর্মী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ জুন ২০২৩ | প্রিন্ট

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, প্রাণে বাঁচতে বাস থেকে লাফ দেন গার্মেন্টকর্মী

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী গার্মেন্টকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযাগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জুন) রাত ১১টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধর্ষণচেষ্টার সময় জীবন বাঁচাতে ওই নারী বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা সীডস্টোর একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টকর্মী দুই সন্তানের জননী বাসে করে ভালুকা ফিরছিলেন। পথে ভালুকা সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে বাসের চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা চালান। তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করেন। পরে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যান।

এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। সেই সঙ্গে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতারের কথাও নিশ্চিত করেছে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।

এদিকে ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রোগীকে দেখেছেন তিনি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভালুকা থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]