বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগলে সার্চ করায় মিলছে অর্থ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | প্রিন্ট

গুগলে সার্চ করায় মিলছে অর্থ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সার্চ ইঞ্জিন বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। যাপিত জীবনে খুঁটিনাটি নানা বিষয়ে এ সার্চ-এর দ্বারস্থ হয় মানুষ। আর সহজে গুগলে সার্চ করে প্রায় সব কিছু জানাও যায়। তবে এবার আপনাকে অর্থ দেবে মাল্টি মিলিয়ন ডলার কোম্পানিটি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আপনি যদি ২০০৬ থেকে ২০১৩ সালের মধ্যে গুগল সার্চ করে থাকেন তবেই মিলবে এই অর্থ। পাবেন নগদ ৮৩৪ টাকা।

জানা গেছে, প্রতি ব্যবহারকারীকে ৭.৭০ ডলার দেবে গুগল। বাংলাদেশি অর্থে যা ৮৩৪ টাকার সমান। এই অর্থ আগামী আগস্ট মাস থেকে দেওয়া শুরু করবে। তবে ব্যবহারকারীদের ৩১ জুলাইয়ের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তবেই পাওয়া যাবে এই টাকা।

২০০৬ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে যেসব ব্যবহার কিছু না কিছু বিষয়ে গুগল সার্চ করেছে তাদের সবাইকে ক্ষতিপূরণ বাবদ এই টাকা দেবে গুগল। ভাবছেন কীসের ক্ষতিপূরণ? ২০১৩ সালে গুগলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গুগলের বিরুদ্ধে আনা এই অভিযোগে বলা হয় ব্যবহারকারীদের অজান্তে তাদের সার্চ করা প্রশ্ন এবং সার্চ হিস্ট্রি থার্ড পার্টি ওয়েবসাইটের সঙ্গে ভাগ করেছে কোম্পানি। মামলা অনুযায়ী, এটি ব্যবহারকারীদের গোপনীয়তা নীতি লঙ্ঘন করা। এখানেই শেষ নয়। গুগল ব্যবহারকারীদের জন্য যে গোপনীয়তা নীতি মেনে চলে তাও ভাঙা হয়েছে।

এই কারণেই ক্ষতিপূরণ বাবদ ২৩ মিলিয়ন ডলার টাকা দিতে রাজি হয়েছে গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট। এই ২৩ মিলিয়ন ডলারের সামান্য অংশ আপনিও পেতে পারেন যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে গুগল ব্যবহার করে থাকেন।

যেসব ব্যবহারকারী এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তাদের refererheadersettlement.com এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। খুব জটিল পদ্ধতি নয়। সহজেই নাম দাখিল করতে পারবেন। ওয়েবসাইটে ভিজিট করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। সেখানে নাম, ই-মেইল আইডি ইত্যাদি জমা দিতে হবে। এই ফর্ম ফিলআপ করলে একটি ক্লাস মেম্বার আইডি তৈরি হবে যা আপনার ইমেইলে পাঠাবে গুগল।

এবার ওই ক্লাস মেম্বার আইডি দিয়ে ওয়েবসাইটের সাবমিট ক্লেম অপশনে ক্লিক করতে হবে। মনে রাখতে হবে ক্ষতিপূরণ পাওয়ার জন্য ক্লাস মেম্বার আইডি থাকা জরুরি। সাবমিট করার পর গুগল আপনাকে পরবর্তী আপডেট ইমেইলের মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে আর কী, ওই সময়ের মধ্যে সার্চ করলে সুযোগটি লুফে নিন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]