সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত নিরপেক্ষ ভেন্যু চাইলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট

ভারত নিরপেক্ষ ভেন্যু চাইলে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান!

পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। তাদের জন্য শ্রীলঙ্কায় ভেন্যু ঠিক করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু এবার পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি বলছেন, ভারত এশিয়া কাপের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবিতে অনড় থাকলে তারা ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের শর্তের জন্য শ্রীলঙ্কায় টুর্নামেন্টের অনেকটা অংশ অনুষ্ঠিত হবে। ভারত নিজেদের ম্যাচগুলো সেখানেই খেলবে। এমন অবস্থায় পাকিস্তান কি ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে? তা ঠিক করতে এক দিন আগে কমিটিও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরই মধ্যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এহসান মাজারি বলেছেন, ভারত নিরপেক্ষ ভেন্যু চাইলে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপে খেলবে না।

এহসান মাজারির মতে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড আমার মন্ত্রণালয়ের অধীন। আমার ব্যক্তিগত মতামত, ভারত যদি এশিয়া কাপ খেলার ব্যাপারে নিরপেক্ষ কেন্দ্রের দাবিতে অনড় থাকে, তাহলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলোর ক্ষেত্রেও একই দাবি করব।’

সূচি অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার কথা আহমেদাবাদে। তাতে মাজারি রাজিও, কিন্তু তার আগে ভারতের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন তিনি। মাজারি বলেন, ‘আহমেদাবাদ কোনো বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। সবই সম্ভব। কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা। পিসিবি চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকায় গিয়েছেন। আগে দেখি তিনি ফিরে এসে কী জানান।’

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী যে কমিটি গঠন করেছেন, তাতে এহসান মাজারি একজন সদস্য। তিনি বলেন, ‘কমিটির নেতৃত্বে রয়েছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সদস্য হিসেবে রয়েছেন ১১ জন মন্ত্রী। তাদের মধ্যে আমি একজন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রীকে সুপারিশ করব। প্রধানমন্ত্রী পিসিবির প্যাট্রন ইন চিফ। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]