শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | প্রিন্ট

ফেনীতে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ফেনীতে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করেছে ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার হল রুমে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল, নারিকেলসহ নানা চারা দেওয়া হচ্ছে। এক সময় দুষ্প্রাপ্য ছিল সার। যা এখন প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিচ্ছেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবাদ করতে হবে। এক ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। তাহলেই ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। কারণ কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্ল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা জুসি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান রিপন।

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তা শারমীন আক্তার বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। মেলায় বিভিন্ন ধরনের ফসল, ফল-মূল এবং প্রযুক্তির সম্মিলন হয়েছে। যা থেকে এখানের কৃষির পাশাপাশি কৃষক সমৃদ্ধ হবে। ১২ ধরনের বীজ এবং ৩টি করে চারা বিতরণ করা হয়েছে। মেলায় বিভিন্ন কৃষি প্রযুক্তিবিষয়ক ৬টি স্টল বসেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]