রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি কর্মসূচি দিয়ে বিদেশিদের দেখাতে চায়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ | প্রিন্ট

বিএনপি কর্মসূচি দিয়ে বিদেশিদের দেখাতে চায়: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়।

তিনি বলেন, বিদেশিরা তাদের শক্তি-সামর্থ্য নিয়ে সন্দিহান, তাই বিদেশিদের শক্তি দেখানোর চেষ্টা করছেন, যা একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্ব প্রকাশ করে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ইইউ প্রতিনিধিদল এখন দেশে অবস্থান করছে। এ সময় তাদের এ ধরনের কর্মসূচি দেওয়ার অর্থই হচ্ছে তারা আসলে এ কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। বিদেশিরা তাদের শক্তি-সামর্থ্য নিয়ে সন্দিহানতো, তাই একটু শক্তি দেখানোর চেষ্টা করছেন। আসলে বিদেশিদের কাছে শক্তি প্রদর্শনের কোনো প্রয়োজন নেই। তাদের (বিএনপি) যদি কোনো অভিযোগ-অনুযোগ থাকে সেটি জনগণের কাছে বলতে হবে।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য বিএনপির সমস্ত কর্মসূচি ও কথাবার্তা বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা প্রসূত, যা একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্ব প্রকাশ করে।

রাজধানীতে এ ধরনের আন্দোলন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, বিএনপির নতুন করে এ একদফা আন্দোলনের ঘোষণা এটা যে খুব বেশি গুরুত্ব বহন করে তা কিন্তু নয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না।

আমরা অতীতেও দেখেছি বিএনপি যখনই কর্মসূচি ঘোষণা করে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় এবং জনজীবনে ভোগান্তি ঘটায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারই তাদের মূল উদ্দেশ্য। সেই সুযোগ আমরা দেবো না। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আমরাও রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে থাকবো, জনগণের পাশে থাকবো।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]