মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াল মাদ্রিদে যাবে ১২ বাংলাদেশি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ | প্রিন্ট

রিয়াল মাদ্রিদে যাবে ১২ বাংলাদেশি ফুটবলার

হ্যালো সুপারস্টারস অ্যাপ ই-ট্যালেন্ট হান্টের মাধ্যমে খুঁজে বের করা হবে প্রতিভাবান ও দক্ষ ক্ষুদে ফুটবলারদের। বাংলাদেশের ১১ থেকে ১৪ বছর বয়সী কিশোর ফুটবলাররা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উচ্চতর প্রশিক্ষণের জন্য কোনো ব্যয় বহন ছাড়াই উড়ে যেতে পারবে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে।

এ প্রতিযোগিতার প্রথম চারটি ধাপে কিশোররা তাদের ফুটবল দক্ষতা মোবাইলে ধারণ করে অ্যাপটিতে আপলোড করবে। অতঃপর আরো দুই ধাপে মাঠে বাছাই করে ফাইনাল রাউন্ডের জন্য বাংলাদেশের ৩৬ জনকে নির্বাচন করা হবে। ফাইনাল রাউন্ড শেষে ১২ জন প্রশিক্ষণের সুযোগ পাবে রিয়াল মাদ্রিদে।

দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা দক্ষ কিশোর ফুটবলারদের খুঁজে বের করে উন্নত প্রশিক্ষণের জন্য হ্যালো সুপারস্টারস অ্যাপ ই-ট্যালেন্ট হান্টের আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৩ থেকে আগ্রহীরা প্লে-স্টোর ও অ্যাপল স্টোর থেকে হ্যালো সুপারস্টারস অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারবে।

গত মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সংবাদ সম্মেলনে চমকপ্রদ এ আয়োজনের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন হ্যালো সুপারস্টারস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. কামরুল আহসান ও রিয়াল মাদ্রিদের প্রতিনিধি প্রতিষ্ঠান টিএইচ গ্লোবাল ফুটবল ক্যাম্পের চেয়ারম্যান টংকু হারুনা রশিদ পুত্রা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মেহতাব হোসেন,অভিজিত দাসসহ অনেকে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]