শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবেউরকে স্তব্ধ করে প্রথম গ্র্যান্ডস্লাম ভন্দ্রোসোভার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ জুলাই ২০২৩ | প্রিন্ট

জাবেউরকে স্তব্ধ করে প্রথম গ্র্যান্ডস্লাম ভন্দ্রোসোভার

ফাইনালের ‘অভিশাপ’ কাটলো না ওনস জাবেউরের। তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলে তিনবারই হারলেন তিনি। অন্যদিকে কব্জির ইনজুরি নিয়ে গত মৌসুমের ছয় মাস মাঠের বাইরে থাকা মার্কেতা ভন্দ্রোসোভা হেসেছেন শেষ হাসি।

শনিবার উইম্বলডন ফাইনালের নারী এককে ৬-৪  ৬-৪ সেটে জয় পেয়েছেন ভন্দ্রোসোভা। টেনিস র‌্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা চেক রিপাবলিক তারকার প্রথম গ্র্যান্ডস্লাম এটি।  অথচ ফাইনালের ফেবারিট ছিলেন ২৮ বছর বয়সী তিউনিসিয়ার টেনিস লেডি ওনস জাবেউর। র‌্যাঙ্কিংয়ে ছয়ে আছেন তিনি। দারুণ ছন্দে কাটছিল সময়। ২০১০ সালে টেনিস শুরু করা জাবেউর ২০২০ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন। কিন্তু শিরোপা উচিয়ে উৎসব করতে পারেননি তিনি।

ফাইনাল শেষে ভন্দ্রোসোভা বলেছেন, ‘জানি না, কীভাবে কী হলো। তবে এটা অসাধারণ এক অনুভূতি।’ অন্যদিকে জাবেউর এটাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন হার বলে উল্লেখ করেছেন, ‘এটা খুব, খুবই কঠিন। আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের পরাজয়।

ভন্দ্রোসোভাকে অভিনন্দন জানিয়ে জাবেউর বলেছেন, ‘তোমাকে এবং তোমার সঙ্গে থাকা সকলকে অভিনন্দন। আমি জানি, তুমি অনেক ইনজুরির মধ্য দিয়ে এসেছে। সেজন্য তোমার জন্য আনন্দিত। এটা আমার জন্য কঠিন একটা দিন। তবে আমি এই লড়াই ছেড়ে দিচ্ছি না। আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো এবং উইম্বলডন জিতবো।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]