মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের বিমান ভাড়া চারগুণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের বিমান ভাড়া চারগুণ

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ভারত-পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদে।

পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত সফরে আসবে কিনা এখনও নিশ্চিত নয়। আইসিসি, বিসিসিআই  ও পিসিবি বিষয়টি নিয়ে এখনও আলোচনা করছে। অথচ এরই মধ্যে বিভিন্ন শহর থেকে আহমেদাবাদে আসার বিমান ভাড়া বেড়ে গেছে তিন থেকে চারগুণ।ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যেহেতু ভিভিআইপি’রা আসবেন, স্পন্সর, সম্প্রচার প্রতিষ্ঠানের চোখ থাকবে ওই ম্যাচে। বিশ্বকাপের তিন মাস আগে থেকে বিমান টিকিট ও হোটেল বুকিং দিচ্ছেন তারা। সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, ভারতের বড় শহরগুলো থেকে আহমেদবাদে যাওয়ার ভাড়া গড়ে বেড়েছে ৩৫০ শতাংশ!

ভারতের ম্যাচ ১৫ অক্টোবও হওয়ায় ১৪, ১৫ ও ১৬ অক্টোবর মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার ভাড়া ভারতীয় মুদ্রায় ছিল ৫ হাজার রুপি। ওই সময় মূল্য বাড়িয়ে ২১ হাজার ৯৬০ রুপি করা হয়েছে। দিল্লি থেকে ভাড়া ছিল ৭ হাজার রুপি। ওই তিনদিনের জন্য ভাড়া ২১ হাজার ২৭৬ রুপি।

কলকাতা থেকে আহমেদাবাদে যাওয়ার ভাড়া বেড়েছে প্রায় চারগুণ। সাধারণ সময়ে ভাড়া ১১শ’ রুপি। ভারত-পাকিস্তান ম্যাচের সময় মূল্য নেওয়া হচ্ছে ৪২ হাজার ৪৩৯ রুপি। ব্যাঙ্গালুরু থেকে ভাড়াটা একটু কম। ১০ হাজারের ভাড়া রাখা হচ্ছে ১৮ হাজার ৬৬৫ রুপি। হায়দরাবাদ থেকে সেটা আবার ১০ হাজারের জায়গায় ৩৬ হাজার রুপি এবং চেন্নাই থেকে ১০ হাজারের জায়গায় ৪৫ হাজার ৪২৫ রুপি।

ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান বিরেন্দ্র শাহ বলেছেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাাল ম্যাচ নিয়েও এতোটা আকর্ষণ নেই, যতটা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আহমেদবাদের অভ্যন্তরীণ বিমান ভাড়া আকাশচুম্বী। এমনকি হোটেল বুকিংয়েও ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]