সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিতে পূর্ণ পয়েন্ট না পাওয়ার আক্ষেপ ভারতের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ | প্রিন্ট

বৃষ্টিতে পূর্ণ পয়েন্ট না পাওয়ার আক্ষেপ ভারতের

প্রথম টেস্ট ভারত দাপটের সঙ্গে জিতলেও দ্বিতীয় টেস্ট জিতে নিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টির কারণে পোর্ট অব স্পেন টেস্ট নিষ্প্রাণ ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। তাতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই টেস্ট থেকে পূর্ণ ২৪ পয়েন্ট পাওয়া হলো না ভারতের।

বলা যায় বৃষ্টির কারণেই বড় হার থেকে রক্ষা পেয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। এই ম্যাচে আগে ব্যাট করে ৪৩৮ রানে অল আউট হয়েছিল ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে গিয়েছিল মাত্র ২৫৫ রানে। ১৮৩ রানে এগিয়ে থাকা ভারত ২ উইকেটে ১৮১ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

বড় লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করে ক্যারিবীয়রা। শেষ দিন জিততে হলে ভারতের প্রয়োজন ছিল ৮ উইকেট আর ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান। যদিও বৃষ্টি এর কোনোটাই হতে দিল না। এর মধ্যে দিয়ে ক্যারিবীয় দীপপুঞ্জে টানা ৫ সিরিজ জয়ের রেকর্ড গড়ল ভারত।

অবশ্য কিছুটা আক্ষেপ থাকতেই পারে ভারতের। কারণ শেষ ম্যাচ ড্রয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট খুইয়েছে তারা। তবে দুই ম্যাচেই পারফর্ম করে প্রায় সব পুরস্কারই নিজেদের করে নিয়েছেন ভারতের ক্রিকেটাররা। ৬০ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচেরসেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ।

আর দুই ম্যাচে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচসেরার পুরষ্কার হাতে নিয়ে সিরাজ বলেছেন, ‘ফাস্ট বোলারদের জন্য এই উইকেটে কোনো সহায়তা ছিল না। এই কন্ডিশনে যখন আপনি সফল হবেন, তা আপনাকে আত্মবিশ্বাসী করবে। আমার পরিকল্পনাটা সহজ ছিল এবং তা আমি বাস্তবায়ন করেছি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]