সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাগল দিয়ে মেসিকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

ছাগল দিয়ে মেসিকে সম্মাননা

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখন যুক্তরাষ্ট্রে। ৮০৭টি ছাগল দিয়ে তার মুখায়বব বানিয়ে তাকে সম্মাননা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইস।

মায়ামির হয়ে অভিষেকের আগে মেসির গোল সংখ্যা ছিল ৮০৭। আর সেটিকে প্রাধান্য দিয়ে ৮০৭টি ছাগল দিয়ে মেসির মুখায়বব বানানো হয়।

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেইজে সেই ভিডিও প্রকাশ করে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। একইসঙ্গে প্রশংসা কুড়ায় নেটিজেনদেরও।

ভিডিওতে দেখা গেছে একটা জায়গায় জড়ো করে রাখা হয়েছে অনেকগুলো ছাগল। উপর থেকে সেটি অবিকল দেখতে মেসির মুখের মতো।

মেজর লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এরই মধ্যেই অভিষিক্ত হয়েছেন ক্ষুদে এই জাদুকর। মায়ামির কাছে তো বটেই, মেজর লিগ তথা যুক্তরাষ্ট্রের কাছেও ‘মেসি যেন সোনার ডিম পাড়া হাঁস’। বিশ্বকাপজয়ী এই তারকাকে নিয়ে তাদের মাতামাতি অন্তত সেটিই বলছে।

গ্রেট অফ অল টাইম (গোট) খ্যাত এই ফুটবলারকে বরণ করে নেয়া থেকে শুরু করে মায়ামির হয়ে তার করা প্রথম গোলটিকেও স্মরণীয় করে রাখতে যেন বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র।

ইন্টার মায়ামির হয়ে মেসির অভিষেকটা ছিল রাজকীয়। আর সেই রাজকীয় অভিষেকটা রাঙাতে এই অভিনব পন্থাটি অবলম্বন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইস।

ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা মেসি যোগ করা অতিরিক্ত সময়ে করেন দুর্দান্ত এক গোল। তার সেই গোলে জয়খরা কাটায় দলটি

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]