শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

আজ রাজধানীর যেসব সড়কে না যাওয়ায় ভালো

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্য দলের সমাবেশ ঘিরে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

শুক্রবার (২৮ জুলাই) বিএনপি মহাসমাবেশ করবে রাজধানীর নয়পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ করবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেছে।

দুইটি সমাবেশস্থল দুই কিলোমিটারেরও কম দূরত্বে। এতে সহিংসতার পাশাপাশি রাজধানীজুড়ে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। ফলে একান্ত প্রয়োজন ছাড়া এসব সড়কে না যাওয়ায় ভালো।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেয়া

একনজরে দেখে নেয়া যাক রাজধানীর যেসব সড়কে দিনব্যাপী কর্মসূচি থাকবে:

বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিকেল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

বিকেল ৩টায় কালভার্ট রোড কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

বিকেল ৩টায় বিজয় নগর পানির ট্যাংকির সামনে সমাবেশ করবে ১২ দলীয় জোট

বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

বিকেল ৩টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি।

বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (ড. রেজা)।

বিকেল ৩টায় কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবে এলডিপি।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য।

বিকেল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকের কাছে সমাবেশ করবে লেবার পার্টি।

বিকেল ৩টায় মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন এলাকায় সমাবেশ করবে এনডিএম।

সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব সামনে সমাবেশ করবে জাতীয় সমমনা পেশাজীবী জোট।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ও বিএনপিকে ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

তিনি জানান, ২৩ শর্তে বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ।

কেউ কোনো লাঠিসোঁটা ও ব্যাগ বহন করতে পারবেন না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিতে পারবেন না। সীমানার বাইরেও যাওয়া যাবে না। এ ছাড়া কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]