মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশের প্রতিনিধিত্ব’ করতে মেসিদের দেশে জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

‘বাংলাদেশের প্রতিনিধিত্ব’ করতে মেসিদের দেশে জামাল ভূঁইয়া

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল জামাল ভূঁইয়ার আর্জেন্টাইন ক্লাব সোল দে মাইয়োতে যোগ দেওয়ার ব্যাপারে। যদিও জামাল নিজে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। এবার হয়তো আর্জেন্টিনার ক্লাবে খেলার জন্যই মঙ্গলবার (১৫ আগস্ট) মেসিদের দেশে পা রেখেছেন তিনি।

আর্জেন্টিনায় যাওয়ার পর জামাল ঘুরে দেখেছেন দেশটির ফুটবল ফেডারেশন ভবন।

সোল দে মাইয়োতে জামাল যোগ দিয়েছেন, এমন তথ্য বাংলাদেশ অধিনায়ক এখনও প্রকাশ করেননি। তবে ধারনা তো করেই নেয়া যায়, সোল দে মায়োর সঙ্গেই চুক্তি করেছেন তিনি। নাহলে কি আর বলতেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আর্জেন্টিনায়’ তিনি?

বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জামাল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে দাঁড়ানো অবস্থার ছবি শেয়ার করে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এখন আর্জেন্টিনায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সময়। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ।’

সোল দে মাইয়ো আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’র ক্লাব। সত্যি সত্যি এই ক্লাবের সঙ্গে চুক্তি করে থাকলে প্রথম বাংলাদেশি হিসেবে দেশটিতে খেলবেন জামাল।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেললেও জামালের জন্ম ডেনমার্কে। তার বাব-মা বাংলাদেশি বংশোদ্ভূত ডেনিশ নাগরিক হওয়ায় লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পান জামাল। তিনি ডেনমার্কের শীর্ষ ক্লাব এফসি কোপেনহেগেনের যুবদলে খেলার পর দেশটির চতুর্থ শীর্ষ লিগের বেশ কয়েকটি ক্লাবে সিনিয়র পর্যায়ে খেলেছেন। এরপর বাংলাদেশের ফুটবলে শেখ জামাল ধানমণ্ডির হয়ে বাংলাদেশের ফুটবলে আত্মপ্রকাশ করেন। সবশেষ সাইফ স্পোর্টিং থেকে শেখ রাসেলে যোগ দেন জামাল।

Facebook Comments Box
advertisement

Posted ১:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]