সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত, ৬ নারীসহ গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বাসায় অনৈতিক কার্যকলাপে লিপ্ত, ৬ নারীসহ গ্রেফতার ২১

অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৬ নারী ও ১৫ পুরুষকে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের এসি মার্কেটের পেছনে রায়হান টাওয়ারের নিচতলা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নারীরা হলেন- ঢাকার সায়েদাবাদের মৃত নাসির উদ্দিনের মেয়ে সোনালী (২৮), বান্দরবান জেলার হলুদিয়ার মৃত খবির আহমদের মেয়ে সুফাইরা বেগম (২৮), নোয়াখালীর সুবর্ণচর কাজীর টেক এলাকার মো. আলা উদ্দিনের মেয়ে শিলা বেগম (২০), মিরসরাই পূর্ব পোল মুগরার নুরুল আনোয়ারের মেয়ে জান্নাতুল রায়হান নদী (২৩), চট্টগ্রামের রাউজানের মৃত পিয়ালের মেয়ে আসমা আক্তার (২১) এবং কর্ণফুলী এলাকার মজিবুলের মেয়ে শারমিন আক্তার (২০)।

গ্রেফতারকৃত পুরুষরা হলেন- মাদারীপুর জেলার খাকছড়া গ্রামের মৃত আলম মাতাব্বরের ছেলে আলী মাতাব্বর (৩৫), বাগেরহাট জেলার আড়ুবুন্নি গ্রামের মুজিবুর শেখের ছেলে সেকান্দর মোহাম্মদ (৪০), সোনাগাজী উপজেলার সুলতানপুর গ্রামের করিম উল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন, একই উপজেলার হাজীপুর গ্রামের আবু আহম্মদের ছেলে মো. হানিফ (৩৭), ফেনী সদর উপজেলার ছনুয়া টঙ্গীর পাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে অমিত হাসান (২৩), নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ রাজাপুরের শাহ আলমের ছেলে আবুল কালাম (২৬), একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের অজি উল্লাহর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), লক্ষ্মীপুর জেলার কমল নগর চর লরেঞ্জের রুহুল আমিনের ছেলে মো. সুমন (৪০), ছাগলনাইয়া রাধানগর কাশেমপুর খামার বাড়ির শাহজাহানের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (২১), একই উপজেলার পূর্ব মধুগ্রামের আবদুল হাকিমের ছেলে মনসুর আলম (২১), কিশোরগঞ্জ জেলার রানীগঞ্জের আক্কাস গাজীর ছেলে মোশারফ গাজী (৩০), ফেনীর দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর গ্রামের লোকমান মিয়ার মোস্তাফিজুর রহমান (২২), ফেনী সদরের লেমুয়া ভাঙ্গার তাকিয়ার মো. সেলিমের ছেলে মো. সিহাবুল ইসলাম (২১), একই ইউনিয়নের টঙ্গির পাড় কবির আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল রিফাত (২২) ও বাবুল উদ্দিনের ছেলে ইয়াসিন হোসেন হৃদয় (১৯)।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]