রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের তিনজন পেসার দুর্দান্ত বোলিং করেছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

আমাদের তিনজন পেসার দুর্দান্ত বোলিং করেছে

এশিয়া কাপের সুপার ফোর মিশনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। এতে আসরের ফাইনালের সমীকরণ টাইগারদের জন্য বেশ জটিল হয়ে গেছে।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।

লাহোরের ব্যাটিং স্বর্গে টাইগার ব্যাটারদের ব্যর্থতা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‌‘আমরা শুরুতে পিছিয়ে পড়েছিলাম। তবে তারা (পাকিস্তান) সত্যিই ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ শট খেলেছি। এরকম উইকেটে আমাদের প্রথম ১০ ওভারে চার উইকেট হারানো উচিত হয়নি। এরপর আমাদের খুব ভালো একটা পার্টনারশিপ হয়েছিল। সেটা আরো ৭-৮ ওভার চালিয়ে যাওয়া উচিত ছিল।’

ব্যাটিং ব্যর্থতা স্বীকার করলেও টাইগার পেসারদের প্রশাংসা করতে ভোলেননি অধিনায়ক সাকিব। তিনি বলেন, ‘আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করব। আমাদের তিনজন পেসার দুর্দান্ত বোলিং করেছে। গত কয়েক বছর ধরে তারা ভালো বোলিং করছে। দুর্ভাগ্যবশত, আমরা উইকেট তুলতে পারিনি। এটা এমন পিচ ছিল, যেখানে ব্যাটসম্যানরা ভুল না করলে আপনার উইকেট পাওয়া কঠিন।’

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকার কলম্বোতে। যদিও কিছুদিন আগেই সেখানে খেলেছেন সাকিব। সে কারণে নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিলেন কেমন হবে সেখানকার পিচ।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমি যখন এলপিএলে খেললাম, তখন পিচগুলো স্লো ছিল। সেরকমটা যদি এখনও হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য আরো ভালো। আশা করছি কলম্বোতে আমরা ভালো করব।’

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]