রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা মেসি!

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা মেসি!

কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবল ক্যারিয়ারে সাফল্যের বৃত্ত পূরণ করেছেন লিওনেল মেসি। আবার তার হাত ধরেই নতুন বিশ্বকাপ অভিযানে শুভসূচনা পেয়েছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দলের হয়ে জয়সূচক গোলের পাশাপাশি নতুন আরেকটি রেকর্ড স্পর্শ করেছেন মেসি। লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে ২৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বন্ধু সুয়ারেজের পাশে বসলেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টাইন অধিনায়কের ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে ডেডলক ভাঙে আকাশী-সাদারা। ৭৮তম মিনিটে ডি-বক্সের বাইরে গোল করেন তিনি। ক্যারিয়ারে অসংখ্যবার এমন পজিশন থেকে ফ্রি কিকে গোল করেছেন এ তারকা।

আজকের ম্যাচটির আগে বিশ্বকাপ বাছাইয়ে মেসির গোলসংখ্যা ছিল ২৮। ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আজ ইকুয়েডরের বিপক্ষে গোল করে সুয়ারেজের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। পরবর্তী ম্যাচেই তার সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেয়ার।

কাতার বিশ্বকাপের পর কুরাসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে ১০০ নম্বর গোল পূর্ণ হয় আর্জেন্টাইন অধিনায়কের। ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে শততম আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন মেসি।

আর্জেন্টিনার জার্সিতে ১৭৬ ম্যাচে তার সর্বমোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪। আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোল এসেছিল ২০০৬ সালের মার্চে। ১৭ বছর আগে হওয়া ওই ম্যাচে অবশ্য হেরেছিল আলবিসেলেস্তেরা। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]