রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির হানা

চলমান এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছিল। সেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হলো এ দুই দলকে। কেননা সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচেও হানা দিয়েছে বেরসিক বৃষ্টি।

রোববার কলম্বোতে বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। তবে প্রেমাদাসা স্টেডিয়ামের আকাশে বৃষ্টির হানায় বন্ধ রয়েছে দু’দলের হাইভোল্টেজ ম্যাচটি।

বৃষ্টি বাধায় ম্যাচটি আজ মাঠে না গড়ালেও ফলাফলে কোনো বিপত্তি ঘটবে না। কেননা এ ম্যাচটির জন্য আগেই রিজার্ভ ডে ঘোষণা করা হয়েছে। তবে ক্রিকইনফো বলছে, বৃষ্টি কমলে অন্তত ২০ ওভারে ম্যাচটি শেষ করতে চায় ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

পাকিস্তান বধের মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। শ্রেয়স আইয়ারের জায়গায় দলে ফিরেছেন লোকেশ রাহুল। তবে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।

ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডিপ থার্ড ম্যানের কাছে ক্যাচ দিয়েছিলেন গিল। তবে সে যাত্রাই বেঁচে যান তিনি।

ম্যাচের শুরু থেকে একাধিক সুযোগ তৈরী হলেও তা কাজে লাগাতে পারেনি পাকিস্তান। ম্যাচের ১৩তম ওভারে তৃতীয় বলে ওডিআই ক্যারিয়ারের ৮ নম্বর ফিফটি তুলে নেন গিল।

গিলের পর ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত শর্মা। তবে ফিফটির ইনিংস বেশি লম্বা করতে পারেননি তিনি।

ম্যাচের ১৭তম ওভারের শেষ বলে রোহিতকে ফাহিম আশরাফের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শাদাব খান। পরের ওভারেই গিলকে প্যাভিলিয়নের পথ দেখান শাহিন শাহ আফ্রিদি।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]