শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি: স্কালোনি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

মেসিকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি: স্কালোনি

বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়াকে উড়িয়ে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে এ ম্যাচে ছিলেন না আলবিসেলেস্তে প্রাণভোমরা লিওনেল মেসি। তাতে অবশ্য কোনো বাড়তি ঝামেলা পোহাতে হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

মঙ্গলবার দিবাগত রাতে বলিভিয়ার রাজধানী লা পাজে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যেখানে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

শুধু একাদশই নয়, স্কোয়াডেও ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা মেসি। তাই তিনি চোটে পড়েছেন কিনা এবং তার মাত্রা কতটা তা নিয়ে আলোচনা শুরু হয়।

ম্যাচ শেষে মেসিকে নিয়ে মুখ খুলেছেন কোচ স্কালোনি, ‘খেলার জন্য প্রস্তুত ছিল না লিও (মেসি)। তাই আমরা ওকে নিয়ে ঝুঁকি নিইনি। গতকাল সে ফিট হওয়ার চেষ্টা করেছে, তবে পুরোপুরি স্বস্তিতে ছিল না। আর ওকে এই ম্যাচে খেলানোর দরকার ছিল না, কারণ, সামনে আরো গুরুত্বপূর্ণ সময় আসছে। এই জায়গাটা অনেক কঠিন ছিল। এমনকি মাঠে নামলেও ওর ক্ষতি হতে পারত।’

এর আগের ম্যাচ শেষে মেসি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তাকে ৮৯ মিনিটে তুলে নেয়ার কারণ। তিনি বলেন, ‘একটু ক্লান্ত ছিলাম। তবে সম্ভবত ম্যাচ থেকে উঠে আসার এটাই শেষ ঘটনা হবে না। এমনিতে ভালোই অনুভব করেছি। ম্যাচটা কঠিন ছিল। শারীরিকভাবেও লড়তে হয়েছে।’

এদিন ম্যাচ না খেললেও লা পাজে বলিভিয়ার বিপক্ষে জয় উদ্‌যাপন করেছেন মেসি। জয়ের পর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]