রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই আসনে নৌকার মনোনয়ন নিলেন ৩০ জন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

দুই আসনে নৌকার মনোনয়ন নিলেন ৩০ জন

সবকিছু ঠিকঠাক থাক‌লে নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুসা‌রে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে আগামী ৫ নভেম্বর উপ-নির্বাচনের ভোট অনুষ্ঠিত হ‌বে। তারই পরিপ্রেক্ষিতে এই দু‌টি আস‌নে ভোট যুদ্ধে লড়‌তে ইচ্ছুক আওয়ামী লী‌গের ৩০ প্রার্থী।

রোববার আওয়ামী লী‌গের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান জানান, গত দুইদি‌নে সং‌শ্লিষ্ট দুটি আস‌নে
উপনির্বাচনে অংশগ্রহণে দলীয় প্রতীকের জন্য ৩০ জন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হ‌া‌সিনার সভাপতিত্বে গণভবনে আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী ঠিক করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৬ জন প্রার্থী। তারা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটির সদস্য মো. শাহজাহান আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল হান্নান রতন ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু শামীম মোহাম্মদ পিয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক শাহ মফিজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাজমুল হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন কাউসার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য মাইনুল হাসান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. মাসুদুর রহমান ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. জালাল মিয়া।

লক্ষ্মীপুর-৩ (উপ-নির্বাচন) এর জন্য ১৪ মনোনয়ন প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক, আওয়ামী যুবলীগের সদস্য মুহাম্মদ শওকত হায়াত, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আবুল হাসেম, সাবেক ছাত্রলীগ কর্মী সামীমা হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহিম, জাতীয় কমিটির সদস্য এম আলা উদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন (আজাদ ভুইয়া), আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য খোকন চন্দ্র পাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফাহিম কামাল চৌধুরী উপল ও মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সৃজনী শিউলী প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি উকিল আব্দুস সাত্তার মারা যান। এরপর আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত আসনে আগামী ৫ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]