শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে পাকিস্তানের লজ্জার হার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

ভারতের বিপক্ষে পাকিস্তানের লজ্জার হার

চলমান ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। আর তাতেই লজ্জার এক রেকর্ড গড়ে পাকিস্তান।

শনিবার (১৪ অক্টোবর) ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। এ নিয়ে বিশ্বকাপে ভারতের কাছে আট ম্যাচের সবগুলোই হেরেছে পাকিস্তান। এদিকে চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে গিয়েছে ভারত।

১৯১ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দলীয় তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়েছে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় ইনিংস ১৭৩ রানের। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৯৯ বিশ্বকাপের ম্যানচেস্টারের ইনিংস। সেবার ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান।

এরপরই তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবারের বিশ্বকাপের ইনিংসটি। চলমান ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইটাও হয়েছে একপেশে। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হওয়া পাকিস্তান এদিন পাত্তা পায়নি ভারতীয় ব্যাটারদের কাছে।

আফ্রিদি-রউফদের তুলোধুনো করে ব্যাট হাতে ঝড় তোলেন ভারতের রোহিত শর্মা। পাকিস্তানের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-আইয়ারের অর্ধ-শতকে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]