শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রোটিয়া মিশনের আগে পাকিস্তানের কপালে দুশ্চিন্তার ছাপ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

ত্রয়োদশ বিশ্বকাপের আসরে টিকে থাকতে হলে পাকিস্তানকে নিজেদের বাকি চার ম্যাচ জিততেই হবে। শুধু তাই নয়, কামনা করতে হবে অন্যদের হারও। অন্যথায় সেমিফাইনালের আগেই নিজ দেশে ফিরতে হবে বাবর আজমদের।

এমন চাপ ও সমীকরণকে সামনে রেখে আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান দল। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

প্রোটিয়া বধের মিশনে নামার আগে আরেকটি দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। বাবরদের ঘুরে দাঁড়ানোর ম্যাচে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন হাসান আলী।

সবশেষ এশিয়া কাপে চোটে পড়ে ছিটকে যাওয়া পেসার নাসিম শাহর পরিবর্তে বিশ্বকাপ দলে সুযোগ পান হাসান। কিন্তু পরশু রাতে হাসান অসুস্থ হয়ে পড়ায় গতকাল দলীয় অনুশীলন করেননি, খেলবেন না প্রোটিয়াদের বিপক্ষেও। এই ডানহাতি পেসারের পরিবর্তে পাকিস্তানের একাদশে সুযোগ পেতে পারেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। খবর পাকিস্তান ক্রিকেটের।

পাকিস্তান ক্রিকেট আরো জানিয়েছে, ‘হাসান সেরে ওঠার পথে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল প্যানেল তাকে উপদেশ দিয়েছেন বিশ্রামে থাকার। পাকিস্তানের বাকি ম্যাচগুলোর আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন হাসান। এমনটাই মত তাদের।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]