শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাক্সওয়েলকে নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ম্যাক্সওয়েলকে নিয়ে দুঃসংবাদ

ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতে পা রেখেছে অস্ট্রেলিয়া। কিন্তু আসরে অজিদের যাত্রাটা সুখকর হয়নি। তবে ঘুরে দাঁড়িয়ে এখন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। এরপরই দলটির শেষ চার এখনো নিশ্চিত নয়।

অজিদের হাতে রয়েছে তিনটি ম্যাচ। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী শনিবার (৪ নভেম্বর) বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন আগের ম্যাচে বিশ্বকাপ রেকর্ড গড়ে দ্রুততম সেঞ্চুরি করা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। তবে তিনি অনুশীলনে গিয়ে ইনজুরিতে পড়েছেন, এমন নয়। গল্ফ কার্টের পেছনের দিকে পড়ে চোট পেয়েছেন এ ক্রিকেটার। তার ছিটকে যাওয়ার বিষয়টি আইসিসি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে।

জানা গেছে, সোমবার (৩০ অক্টোবর) বিকেলে গল্ফ কার্টের পিছনের দিকে বসেছিলেন ম্যাক্সওয়েল। নামার সময় পড়ে যান এ অজি অলরাউন্ডার। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। মাথার পেছনের দিকে ছোট ক্ষত তৈরি হওয়ায় অস্ট্রেলিয়া দলের নিয়মানুসারে পরের ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল।

এই নিয়ে গত ১২ মাসে মাঠের বাইরের কোনো ঘটনায় দ্বিতীয় বার আঘাত পেলেন এ তারকা অলরাউন্ডার। ২০২২ সালের নভেম্বরে একটি পার্টিতে গিয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে গিয়েছিল। চোট সেরে বিশ্বকাপের কিছু দিন আগে মাঠে ফিরেন তিনি।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল। অফ স্পিন বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী মেজাজে ব্যাটিং করতেও দেখা গেছে তাকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

এখন পর্যন্ত ৬ ম্যাচে ১৪৮.৪৮ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ১৯৬ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট। স্বভাবতই ইংলিশদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাক্সওয়েলের অনুপস্থিতি অস্ট্রেলিয়া শিবিরের কাছে বড় ধাক্কা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]