শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কিউইদের যত ব্যবধানে হারালে উজ্জ্বল হবে পাকিস্তানের সেমির স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

কিউইদের যত ব্যবধানে হারালে উজ্জ্বল হবে পাকিস্তানের সেমির স্বপ্ন

দুই জয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর টানা চার ম্যাচ হেরে আসর থেকে প্রায় ছিটকে যাচ্ছিল পাকিস্তান। তবে নিজেদের সবশেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফেরার পাশাপাশি সেমিফাইনালের স্বপ্নও বাঁচিয়ে রেখেছে বাবর আজমের দল।

এই জয়ে নতুন করে সেমিফাইনালের হিসেব মেলাতে শুরু করেছে পাকিস্তান। ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা ফের শেষ চারে খেলার স্বপ্ন বুনছে। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে নিজেদের পরের দুই ম্যাচে কী করতে হবে পাকিস্তানকে?

পাকিস্তান এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে। তাদেরকে সেমিফাইনালে যেতে হলে প্রথমত পরের ২ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত যতটা সম্ভব নেট রানরেট বাড়িয়ে নিতে হবে। এদিকে পাকিস্তানের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে মূল লড়াই করতে হবে নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী শনিবার (৪ নভেম্বর) বাবর আজমদের পরের ম্যাচটা কিউইদেরই বিপক্ষে। নেট রানরেটে নিউজিল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তাই খুব ভালোভাবেই পাচ্ছেন বাবররা।

বুধবার (১ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার কাছে ১৯০ রানের হারে নিউজিল্যান্ডের নেট রানরেট অনেকটাই কমেছে। যদিও সেটা এখনো ধনাত্মকই আছে। নিউজিল্যান্ডের বর্তমান নেট রানরেট+০.৪৮৪ আর পাকিস্তানের –০.০২৪।

নেট রানরেটে কিউইদের পেছনে ফেলতে কী করতে হবে পাকিস্তানকে? হিসাবটা খুব সহজ। তবে কাজটা খুব একটা সহজ নয়। শনিবারের ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করলে নিউজিল্যান্ডকে হারাতে হবে ৮৩ রানে। আর পরে ব্যাটিং করলে জিততে হবে ৩৫ ওভারের মধ্যে, অথবা কমপক্ষে ৯০ বল বাকি রেখে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]