বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৪ অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ময়মনসিংহে মুক্তিপণ আদায়ের ঘটনায় ৪ অপহরণকারী গ্রেফতার

ময়মনসিংহে র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলি, বিদেশি পিস্তল, ভুয়া আইডি কার্ড, নগদ অর্থ ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীদের হেফাজত থেকে তিন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বুধবার বিকেলে জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি জামিরদিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রাসেল মাহাবুবুল (৪৩), মূসা শেখ (২৪), মুন্সীগঞ্জের মনির হোসেন (৪০) এবং ঝিনাইদহ জেলার সবুজ বিশ্বাস (২৪)।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- মাংস ব্যবসায়ী রফিকুল তালুকদার (৩৬), বাংলালিংকের কর্মচারী আসাদুজ্জামান (২৮) এবং মুদি দোকানের কর্মচারী হাফিজুল ইসলাম (৩৪)।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, তারা দীর্ঘদিন যাবত ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি ও র‌্যাব পরিচয় দিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। এসব কারণে রাসেল মাহাবুবুলের নামে এর আগে, অপহরণসহ বিভিন্ন অপরাধে চারটি মামলা এবং মনিরের নামে একটি মামলা রয়েছে।

চলতি বছরে গত ১০ জুলাই রাসেলের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জন নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার বীকন গ্রুপের কর্মচারীকে অপহরণ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ভিকটিম রাসেলকে শনাক্ত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]