শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যার ‘মন্ত্রে’ ফিনিশিংয়ে সফল রিংকু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ষষ্ঠ শিরোপা উঁচিয়ে ধরার ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়েছে অজিরা। ঘরের মাঠে শিরোপা খুইয়ে মন ভেঙে যায় ভারতীয় ক্রিকেটাররা।

সেই ক্ষতের রেশ কাটতে না কাটতেই আবারো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারত। সিরিজের প্রথম ম্যাচেই অজিদের হারিয়েছে স্বাগতিকরা। এ জয়ে ফিনিশিংয়ে দারুণ অবদান রাখেন রিংকু সিং। তরুণ এ ক্রিকেটারের ফিনিশিংয়ে সাফল্যের রহস্য কি? বিষয়টি নিয়ে নানা আলোচনা হলেও এবার নিজের রহস্য উদঘাটন করেছেন রিংকু নিজেই।

ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে ম্যাচের ফল নিজেদের ডেরার নিতে সিদ্ধহস্ত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের শেষ দিকের ব্যাটিং নিয়ে তার কাছ থেকে পরামর্শ পাওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই বড় ব্যাপার। ধোনির টোটকা কাজে লাগিয়ে নিজেকে দারুণ এক ফিনিশারে পরিণত করছেন রিংকু সিং।

আইপিএলে অনেক ম্যাচেই অবিশ্বাস্য সব সমীকরণ মেলাতে দেখা গেছে রিংকুকে। গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও দারুণ এক ইনিংস খেলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। অবিশ্বাস্য কিছু না হলেও তার ১৪ বলে ২২ রানের ইনিংসটি ভারতের জয়ের পথে ছিল বেশ গুরুত্বপূর্ণ।

দলকে জিতিয়ে মাঠ ছাড়া রিংকু পরে তার ফিনিশিং স্কিলে উন্নতি করার পেছনের গল্পের কথা জানিয়েছে। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘চার ওভারে আমাদের ৪০ রানের মতো লাগত। আমার মাথায় ছিল, আমি যেটা করতে চাই সেটা করা এবং ম্যাচকে শেষ ওভারে নেয়া। আমি মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলেন শেষ ওভারে তিনি কি ভাবেন। তিনি বলেছিলেন, তুমি যদি শান্ত থাকো এটা তোমার জন্য ভালো হবে। তাই আমি সেটাই করার চেষ্টা করেছি।’

আগামী রোববার সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]