শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের নিলামে যে ৫ ক্রিকেটারকে নিতে চাইবে কলকাতা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

চলতি বছর আইপিএলের নিলামের আগে ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তালিকায় লকি ফার্গুসন, সাকিব আল হাসান, টিম সাউদির মতো বড় বড় নাম রয়েছে।

আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম। এর আগে কেকেআরের মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। তার প্রথম কাজ, একটি ভাল দল তৈরি করা। যেজন্য নিলামে নজর থাকবে গম্ভীরের। সেখানে পাঁচজন ক্রিকেটারকে কেনার কথা ভাবতে পারে কেকেআর।

রাচিন রবীন্দ্র: সদ্য সমাপ্ত বিশ্বকাপের চমক নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ব্যাট-বল সবকিছুতেই দক্ষ তিনি। কেকেআরের ওপেনার হিসাবে রয়েছেন জেসন রয় ও রহমানুল্লাহ গুরবাজ। তৃতীয় ওপেনার হিসাবে রবীন্দ্রকে কিনতে পারে কেকেআর। তাহলে একজন বোলিং বিকল্পও পাবে দল।

ড্যারিল মিচেল: বিশ্বকাপে মিচেলও খুব ভাল খেলেছেন। ব্যাট হাতে মিডল অর্ডারে নির্ভরযোগ্য তিনি। কলকাতার মিডল অর্ডারে নিতিশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিংয়ের পাশে মিচেল থাকলে দল আরো শক্তিশালী হবে।

ওয়ানিন্দু হাসারাঙ্গা: আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে আরসিবি। কলকাতার দলে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী ছাড়া অভিজ্ঞ স্পিনার নেই। হাসারাঙ্গা ব্যাটও ভাল করতে পারেন। তাই তার পিছনেও ছুটতে পারেন গম্ভীরেরা।

হার্শাল প্যাটেল: দলের বোলিং বিভাগে অনেক বদল করেছে কেকেআর। ছেড়ে দিয়েছে লকি ফার্গুসন, টিম সাউদি, উমেশ যাদবকে। ফলে একজন অভিজ্ঞ ভারতীয় বোলার চাই তাদের। সেই কাজটি করতে পারেন হার্শাল। ব্যাটও করতে পারেন তিনি।

প্যাট কামিন্স: কেকেআরের পুরনো সদস্য। দলের বোলিং বিভাগে এক জন নেতা দরকার। সেই কাজটি কামিন্স ভাল ভাবে করতে পারবেন। সেই কারণে কামিন্সকে কেনার চেষ্টা করতে পারেন গম্ভীরেরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]