মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যত পয়েন্ট পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যত পয়েন্ট পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পায় বাংলাদেশ দল। লাল-সবুজের এমন পারফরম্যান্সের কারণে পয়েন্ট বেড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে। সিলেট টেস্টে কিউইদের প্রথম ১৫০ রানে হারিয়ে ১২ পয়েন্ট পেয়েছে শান্ত-মমিনুলরা।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচে দুটি জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাবর-শাহিনরা। পরের অবস্থানে রয়েছে টাইগাররা। এক ম্যাচ এক জয়েই ১২ পয়েন্ট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিবেশি দেশ ভারত রয়েছে বাংলাদেশের পরে। দুই ম্যাচে একটি জয় ও এক ড্রয়ে ১৮ পয়েন্ট ভারতের।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এখন পর্যন্ত পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছে। সেখানে দুটি ম্যাচে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এ দল দুটির পয়েন্ট যথাক্রমে ১৮ ও ৯। ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে রয়েছে ৪ পয়েন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুটি ম্যাচ খেলে একটিতে ড্রয়ের মুখ দেখেছে ক্যারিবিয়ানরা। আর ম্যাচটি হেরেছে তারা।

অন্যদিকে নিউজিল্যান্ড একটি ও শ্রীলংকা দুটি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি এ দল দুটি। যার কারণে তাদের পয়েন্ট শূন্য।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২১ পূর্বাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]