সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৩ সালে সবচেয়ে বেশি সার্চ হওয়া ফুটবলার কে?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

২০২৩ সালে সবচেয়ে বেশি সার্চ হওয়া ফুটবলার কে?

ফুটবল সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। বর্তমান যুগে তারকা ফুটবলারদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বেশ চোখে পড়ার মতো। আর তাই যেন ২০২৩ সালে সার্চ ইঞ্জিন গুগলে তারকা ফুটবলারদের খোঁজার ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে।

বিগত বছরে কোন ফুটবলারকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সেই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম। তাদের প্রতিবেদন অনুযায়ী, ফুটবলারদের মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে।

মেসিকে প্রতি মাসে গড়ে ১৮.৪ মিলিয়ন বার গুগলে খুঁজেছেন ভক্তরা। এই তালিকার দুইয়ে রয়েছেন আরেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৩ সালে পর্তুগালের সেরা ফুটবলারকে গুগলে প্রায় ২০০ মিলিয়ন বার সার্চ করেছে। প্রতি মাসের হিসাবে সংখ্যাটা গড়ে প্রায় ১৫.২ মিলিয়ন।

মেসি-রোনালদোর পর তিনে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স করে পুরো বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি। তার অসাধারণ নৈপুণ্যে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জেতে পিএসজি। ২০২৩ সালে গুগলেও তাকে খোঁজা হয়েছে প্রতি মাসে গড়ে ১২.৫ মিলিয়ন বার।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]