সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেদের ইতিহাসে প্রথমবার শ্রীলংকার বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

নিজেদের ইতিহাসে প্রথমবার শ্রীলংকার বড় সিদ্ধান্ত

মাঠ কিংবা মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দলের। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে দেশটির ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়। এর কয়েকদিন পরই আইসিসির নিষেধাজ্ঞা আসে লংকান বোর্ডের ওপর।

বিশ্বকাপের পর এখনো মাঠের ক্রিকেটে দেখা যায়নি শ্রীলংকা দলকে। তবে আগামী ৯ জানুয়ারি থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। একই সিরিজে তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে দলটি। এ লক্ষ্যে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

জিম্বাবুয়ের পর ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে শ্রীলংকা। এ লক্ষ্যে নিজেদের ইতিহাসে তিন সংস্করণের জন্য তিন ভিন্ন অধিনায়কের নাম ঘোষণা করেন দেশটির প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা।

গত বছরের ডিসেম্বরেই জাতীয় দলের জন্য নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছিল এসএলসি। যেখানে উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে গঠিত কমিটিতে রয়েছেন—অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পারানাভিতানা ও দিলরুয়ান পেরেরা।

নতুন কমিটির অধীনে পালাবদলের শুরু হয়েছে লংকান ক্রিকেটে। যার শুরুটা হয়েছে তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়কের নাম ঘোষণা করে। টেস্টে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয়া ডি সিলভা। ওয়ানডে অধিনায়ক হিসেবে রয়েছেন কুশল মেন্ডিস। আর টি-২০ দলকে নেতৃত্ব দিবেন স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]