সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেসির জার্সি পেলেন ব্রাজিলের ‘নতুন রোনালদো’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

মেসির জার্সি পেলেন ব্রাজিলের ‘নতুন রোনালদো’

ফুটবলের মাঠে সময়টা মোটেও ভালো কাটছে না লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। চলতি মৌসুমের অর্ধেক শেষ হওয়ার আগেই শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছে কাতালান ক্লাবটি।

দলের সেরা তারকা রবার্ট লেভানদভস্কি ভুগছেন গোলখরায়। কোচ জাভি হার্নান্দেজের কপালের ভাঁজ আরো চওড়া হয়েছে বাকি খেলোয়াড়রাও গোল করতে না পারায়। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে বার্সেলোনার ত্রাতা হয়ে উঠতে পারেন ‘নতুন রোনালদো’।

গত বছরের ২৮ ডিসেম্বর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিতর রক। সেলেসাও ফরোয়ার্ডের সঙ্গে চুক্তিটা গত জুলাইয়েই সেরে ফেলেছিল বার্সা। তবে ধারে গত ছয় মাস অ্যাথলেটিক পারানেন্সে ছিলেন ১৮ বছর বয়সী এই তরুণ। এই মৌসুম পুরোটাই সেখানে থাকার কথা থাকলেও ছয় মাস আগেই তাকে ডেকে নিয়েছে বার্সা।

ব্রাজিলের ক্লাবটির হয়ে গোল করার ক্ষমতা ও খেলার ধরণের জন্য ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর সঙ্গে তুলনা করা হচ্ছে রকের। ১৮ বছর বয়সী রোকিকে ব্রাজিলের নতুন প্রজন্মের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। তাই গোলখরায় ভোগা দলকে উদ্ধার করতেই নতুন রোনালদোর শরণ নিচ্ছেন জাভি।

দলের পরিকল্পনায় রক যে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন তার ইঙ্গিত তাকে এরই মধ্যে দিয়েছে কাতালান ক্লাবটি। তার হাতে তুলে দেওয়া হয়েছে ১৯ নম্বর জার্সিটি। এই ১৯ নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে বড় তারকার স্মৃতি। হ্যাঁ, লিওনেল মেসির কথাই বলা হচ্ছে। বার্সেলোনার সিনিয়র দলে অভিষেকের পর প্রথম দুই মৌসুম ১৯ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বার্সেলোনার মূলদলে যখন তরুণ মেসির অভিষেক হয়, তখন সেখানে রাজত্ব করছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ব্যর্থতায় হারিয়ে যেতে বসা কাতলান ক্লাবটিকে নতুন জীবন দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। শুরুর দিকে মেসিকে দেখিয়েছেন পথ। পালন করেছেন মেন্টরের ভূমিকা। সে সময় ১০ নম্বর জার্সি গায়ে খেলতেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। তার বিদায়ের পর আইকনিক ১০ নম্বর জার্সি পান মেসি। রকও মেসির পথ অনুসরণ করে চলতি মৌসুমে ১৯ নম্বর জার্সি গায়ে চাপাবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]