সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি থিওডোর রুজ্‌ভেল্টের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি থিওডোর রুজ্‌ভেল্টের মৃত্যু

আজ ৬ জানুয়ারি (শনিবার) ২০২৪ ইংরেজি। ২২ পৌষ ১৪৩০ বাংলা। ২৩ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।

আজ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৯তম (অধিবর্ষে ৩৬০তম) দিন। বছর শেষ হতে আরো ৩৫৯ দিন বাকি রয়েছে।

ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি

১৯৫০ – ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।

১৯৭২ – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরিকে ফিরিয়ে দেয়।

১৯৯৬ – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।

২০০১ – জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।

২০২০ – যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হয় ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জ্বালিয়ে দেয়। এর প্রায় ২০০ বছর পর এ হামলা হয়।

জন্ম

১৩৬৭ – ইংল্যান্ডের রাজা রিচার্ড।

১৪৪২ – জোয়ান অব আর্ক।

১৯৩৬ – লেখক বশীর আল হেলাল।

১৯৬৬ – ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।

১৯৭৩ – ভারতীয় বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ।

১৯৮২ – ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা এডি রেডমেইন।

১৯৮৬ – রুশ মডেল এবং অভিনেত্রী ইরিনা শায়ক।

মৃত্যু

১৮৫২ – অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।

১৮৮৪ – অস্ট্রীয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা গ্রেগর ইয়োহান মেন্ডেল।

১৯১৮ – জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র্গ কান্টর।

১৯১৯ – যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি থিওডোর রুজ্‌ভেল্ট।

১৯৭১ – প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর।

১৯৮০ – বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক দিলীপকুমার রায়।

১৯৮৪ – বাঙালি গায়িকা এবং মঞ্চাভিনেত্রী আঙুর বালা।

১৯৮৯ – ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী, হত্যাকারী সৎবন্ত সিংহ।

২০০৪ – বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী সুমিতা দেবী।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]