সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুশীলনে চোট পেলেন তামিম

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

অনুশীলনে চোট পেলেন তামিম

ক’দিন বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন তামিম ইকবাল। এ লক্ষ্যে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি। সেখানেই এবার চোট পেয়েছেন টাইগার সাবেক এ দলপতি।

মঙ্গলবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনডোরে অনুশীলন করেছেন তামিম। সেখানে লম্বা সময় ধরে ব্যাটিং করেন তিনি। এদিন অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে আঙুলে চোট পেয়েছেন তামিম।

নেটে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিনের একটি বল এসে তামিমের বাম হাতের তর্জনি আঙুলে আঘাত করে। পরে দ্রুতই অনুশীলন থামিয়ে দেন তিনি। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

পরবর্তীতে নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে। ধারণা করা হচ্ছে খুব একটা গুরুতর কিছু নয়।

আসন্ন বিপিএলকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছেন তামিম ইকবাল। চোট পাওয়ার আগে কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে মিরপুরে ঘন্টা তিনেক ব্যাটিং অনুশীলন করেন চট্টলা এক্সপ্রেস।

এদিকে ইনজুরির কারণে বেশ লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। কোমরের পুরাতন চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপ। শেষবার তাকে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

এর আগে গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। আর এবার বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]