বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশসহ বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

বাংলাদেশসহ বিশ্বকাপের ১৬ দলের চূড়ান্ত স্কোয়াড

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। যুবাদের এবারের মেগা ইভেন্টে চারটি আলাদা গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৬টি দল লড়াই করতে প্রস্তুত হচ্ছে। আজ থেকে দলগুলো মাঠে নামছে গা গরমের ম্যাচে।

গ্রুপ পর্বে রাউন্ড রবিন পদ্ধতি ও নকআউট স্টেজ পেরিয়ে আগামী ১১ ফেব্রুয়ারিতে বেনোনির উইলেমুর পার্কে ফাইনাল ম্যাচ দিয়ে এবারের আসরের পর্দা নামবে। এর আগে এক নজরে দেখে নিন এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সকল দলের স্কোয়াড :

গ্রুপ-এ

বাংলাদেশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

ভারত: উদয় সাহারান (অধিনায়ক), রুদ্র ময়ুর প্যাটেল, আরশিন কুলকার্নি, আদর্শ সিং, প্রিয়াংশু মোলিয়া, শচীন দাশ, মুশির খান, আরেভেলি অবনীশ রাও, সৌমি কুমার পান্ডে, মুরুগান অভিষেক, ইন্নেশ মহাজন, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি, নমন তিওয়ারি ও ধানুশ গৌড়া।

যুক্তরাষ্ট্র: ঋষি রমেশ (অধিনায়ক), আমোঘ আরেপল্লী, রায়ান ভাগানি, খুশ ভালালা, প্রণনভ চেট্টিপালায়ম, আরিয়ান বাত্রা, মানব নায়ক, আর্য গর্গ, সিদ্ধার্থ কাপা, ভব্য মেহতা, অরিন নাদকার্নি, উৎকর্ষ শ্রীবাস্তব, পার্থ প্যাটেল, আর্যমান সুরি এবং অতেন্দ্র সুবেন্দ্র।

আয়ারল্যান্ড: ফিলিপ লে রক্স (অধিনায়ক), হ্যারি ডায়ার ম্যাকদারা কসগ্রেভ,, কিয়ান হিলটন, রায়ান হান্টার, ড্যানিয়েল ফোরকিন, ফিন লুটন, অলিভার রিলি, স্কট ম্যাকবেথ, কারসন ম্যাককালো, জন ম্যাকন্যালি, জর্ডান নিল, ম্যাথু উইলসন, গ্যাভিন রউলস্টন এবং রিতুব উইলসন।

গ্রুপ-বি

দক্ষিণ আফ্রিকা: ডেভিড টিগার (অধিনায়ক), জুয়ান জেমস, এনটান্ডো জুমা, মার্টিন খুমালো, অলিভার হোয়াইটহেড, এসোসা আইহেভবা, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, নকোবানি মোকোয়েনা, রোমাশান পিলে, রিলি নর্টন, সিফো পোটসানে, রিচার্ড সেলতসওয়ানে, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এবং স্টিভ স্টল।

ইংল্যান্ড: বেন ম্যাককিনি (অধিনায়ক), লুক বেনকেনস্টাইন, চার্লি অ্যালিসন, ফারহান আহমেদ, তাজিম আলী, চার্লি বার্নার্ড, জ্যাক কার্নি, সেবাস্টিয়ান মরগান, জেডন ডেনলি, এডি জ্যাক, ডমিনিক কেলি, হেডন মাস্টার্ড, হামজা শেখ, নোয়া থাইন এবং থিও ওয়াইলি।

ওয়েস্ট ইন্ডিজ: স্টিফান প্যাসকেল (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, নাথান সিলি, মাভেন্দ্র ডিন্ডিয়াল, নাথান এডওয়ার্ড, তারিক এডওয়ার্ড, জোশুয়া ডর্ন, রিওন এডওয়ার্ডস, দেশান জেমস, ডেভনি জোসেফ, রেনিকো স্মিথ, জর্ডান জনসন, ইসাই থর্ন, স্টিভ ওয়েডারবার্ন, আদ্রিয়ান উইয়ার।

স্কটল্যান্ড: ওয়েন গোল্ড (অধিনায়ক), উজাইর আহমেদ, লোগান ব্রিগস, ইব্রাহিম ফয়সাল, হ্যারি আর্মস্ট্রং, জেমি ডাঙ্ক, বাহাদার এসাখিয়েল, ররি গ্রান্ট, আদি হেগডে, ম্যাকেঞ্জি জোন্স, কাসিম খান, ফারহান খান, নিখিল কোটিস্বরণ, অ্যালেক প্রাইস এবং রুয়ারিদ ম্যাকইনটায়ার।

গ্রুপ-সি

অস্ট্রেলিয়া: টম ক্যাম্পবেল, লাচলান আইটকেন, চার্লি অ্যান্ডারসন, হারকিরাত বাজওয়া, মাহলি বিয়ার্ডম্যান, হ্যারি ডিক্সন, রায়ান হিকস, স্যাম কনস্টাস, রাফায়েল ম্যাকমিলান, টম স্ট্রেকার, ক্যালাম ভিডলার, আইডান ও’কনর, হারজাস সিং, কোরি ওয়াসলি, হাগ ওয়েবজেন।

শ্রীলংকা: সিনথ জয়াবর্ধন (অধিনায়ক), মালশা থারুপাথি (সহ-অধিনায়ক), রুসান্দা গামাগে, বিষেন হালাম্বাগে, দিনুরা কালুপাহানা, হিরুন কাপুরুবান্দারা, বিশ্ব লাহিরু, পুলিন্দু পেরেরা, রুভিশান পেরেরা, দুবিন্দু রানাতুঙ্গা, গারুকা সংকেত, রবিশান ডি সিলভা, শামুহানা, রবিশান ডি সিলভা এবং সুপুন ওয়াদুগে।

জিম্বাবুয়ে: ম্যাথিউ শোনকেন (অধিনায়ক), নাথানিয়েল হ্লাবাঙ্গানা, পানশে তারুভিঙ্গা, রনক প্যাটেল, রায়ান কামওয়েম্বা, ব্রেন্ডন সুঙ্গুরো, ক্যাম্পবেল ম্যাকমিলান, ক্যাল্টন তাকাউইরা, আনেসু কামুরিও, ম্যাশফোর্ড শুঙ্গু, নিউম্যান ন্যামহুরি, কোহল একস্টিন, পানশে গোতিরিঙ্গা, মুনাশে চিমুসোরো এবং শন জাকাতিরা।

নামিবিয়া: অ্যালেক্স ভলশেঙ্ক (অধিনায়ক), গেরহার্ড জানসে ভ্যান রেনসবার্গ, জেডব্লিউ ভিসাগি, বেন ব্রাসেল, হ্যান্সি ডি ভিলিয়ার্স, জ্যাক ব্রাসেল, হেনরি ভ্যান উইক, জাচিও ভ্যান ভুরেন, নিকো পিটার্স, ওয়াউটি নিহাউস, পিডি ব্লিগনাট, ফাফ ডু প্লেসিস, হ্যানরো বাডেন হোর্স্ট, জুনিয়র কারিতা এবং রায়ান মফেট।

গ্রুপ-ডি

পাকিস্তান: সাদ বেগ (অধিনায়ক), আলী আসফান্দ, আলী রাজা, আহমদ হাসান, আমির হাসান, আরফাত মিনহাস, আজান আওয়াইস, খুবাইব খলিল, মোহাম্মদ জিশান, হারুন আরশাদ, নাভিদ আহমেদ খান, শাহজাইব খান, মুহাম্মদ রিয়াজুল্লাহ, শামিল হোসেন এবং উবায়েদ শাহ।

নিউজিল্যান্ড: অস্কার জ্যাকসন (অধিনায়ক), ম্যাসন ক্লার্ক, স্যাম ক্লোড, রহমান হেকমত, টম জোন্স, জ্যাক কামিং, জেমস নেলসন, স্নেহিত রেড্ডি, ম্যাট রো, ইওয়াল্ড শ্রেউডার, অ্যালেক্স থম্পসন, রায়ান সোরগাস, লাচলান স্ট্যাকপোল, অলিভার তেওয়াতিয়া এবং লুক ওয়াটসন।

আফগানিস্তান: নাসির খান (অধিনায়ক), নুমান শাহ (সহ-অধিনায়ক), বশির আহমদ, খলিল আহমদ, ফরিদুন দাউদজাই, হাসান ইসাখিল, আল্লাহ মোহাম্মদ গজানফর, আরব গুল, আলী আহমদ নাসার, ওয়াফিউল্লাহ তারাখিল, খালিদ তানিওয়াল, জাহিদ আফগান, জামশিদ জাদরান, সোহেল খান জুরমতি ও রহিমুল্লাহ জুরমতি।

নেপাল: দেব খানাল (অধিনায়ক), সুভাষ ভান্ডারি, দীপক বোহারা, তিলক রাজ ভান্ডারি, আকাশ চাঁদ, দীপক প্রসাদ ডুমরে, দ্রুগেশ গুপ্ত, দীপক বোহারা, গুলশান ঝা, অর্জুন কুমাল, বিশাল বিক্রম কেসি, দীপেশ কান্দেল, উত্তম রাঙ্গু থাপা মাগার, আকাস্ক ত্রিপাঠি ও বিপিন রাওয়াল।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]