সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগের দুই ক্লাবের বিরুদ্ধে বড় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

প্রিমিয়ার লিগের দুই ক্লাবের বিরুদ্ধে বড় অভিযোগ

প্রিমিয়ার লিগের আর্থিক আইন ভঙ্গের দায়ে এভারটন ও নটিংহ্যাম ফরেস্টকে অভিযুক্ত করা হয়েছে। যে কারণে এই দুই ক্লাবের অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বাধীন কমিশনে পাঠানো হয়েছে।

লিগের লভ্যাংশ ও আমানত আইনের সঙ্গে সম্পর্কিত ধারা ভঙ্গের দায়ে ২০২২-২৩ মৌসুমে এই দুই ক্লাবকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দুই ক্লাবের সামনে পয়েন্ট হারানোর হুমকি রয়েছে।

এভারটন ও ফরেস্ট উভয় ক্লাবই এই মুহূর্তে রেলিগেশন লড়াইয়ে আছে। যে কারণে শীর্ষ লিগে তাদের টিকে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়ছে।

এবারের মৌসুমে এরই মধ্যে ২০২১/২২ মৌসুমের শেষে অনুমোদনযোগ্য ক্ষতির সীমা অতিক্রম করে যাওয়ায় এভারটনের ১০ পয়েন্ট কেটে নেয়া হয়েছে। ঐ শাস্তির বিপক্ষে মার্সিসাইড এই ক্লাবটি আপিল করেছে।

প্রিমিয়ার লিগের ইতিহাসে এত বড় পয়েন্ট কর্তনের শাস্তি এর আগে কোন ক্লাব পায়নি। প্রিমিয়ার লিগের এক বিবৃতিতে বলা হয়েছে লিগের আইনানুযায়ী এই দুই ক্লাবের অভিযোগের বিষয়টি জুডিশিয়াল প্যানেলে পাঠানো হয়েছে।

তারা একটি স্বাধীন কমিশন নিয়োগ দেবে যারা শাস্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রিমিয়ার লিগ ও সদস্য ক্লাবগুলোর থেকে একেবারেই স্বাধীন একটি বডি হিসেবে কাজ করবে এই কমিশন। ব্যক্তিগতভাবে কমিশন ক্লাবগুলোর সঙ্গে কাজ করবে।

এভারটন এক বিবৃতিতে নিজেদের পক্ষে সাফাই করে বলেছে, ‘আর্থিক বিষয়াদী বিষয়ে কোন মাত্রা পর্যন্ত আইন ভঙ্গ হবে এ ব্যাপারে প্রিমিয়ার লিগের সুস্পষ্ট কোন গাইডলাইন নেই। যেটা অন্য নিয়ন্ত্রণ সংস্থার রয়েছে। অথচ তারা শাস্তির বিষয়টি এরই মধ্যে কার্যকর করেছে।

আমরা একটি শাস্তির আওতায় আছি, আরো একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। যে কারণে আমাদের আবারো একই ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে। অথচ আমরা এখনো আগের আপিলের ফলাফল পাইনি। প্রিমিয়ার লিগের আইনের সুস্পষ্ট ঘাটতি দেখা যাচ্ছে।’

ফরেস্টের বিবৃতি এক্ষেত্রে কিছুটা নমনীয় ছিল, ‘নটিংহ্যাম ফরেস্ট প্রিমিয়ার লিগের বিবৃতি স্বীকার করে নিচ্ছে। প্রিমিয়ার লিগ আইন ভঙ্গের অভিযোগ উত্থাপন করেছে। এই বিষয়ে প্রিমিয়ার লিগের সঙ্গে পূর্ণ সহযোগিতার কথা জানিয়েছে ফরেস্ট। একইসঙ্গে ফরেস্ট আশা করছে এ ব্যপারে দ্রুততম সময়ে একটি ন্যায্য সমাধান পাবে।’

প্রিমিয়ার লিগের আইনানুযায়ী কোনো ক্লাব প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন পাউন্ড করে তিন মৌসুমে সর্বোচ্চ ১০৫ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়তে পারবে। এই তিন মৌসুম সময়ের মধ্যে ফরেস্ট দুই মৌসুম চ্যাম্পিয়নশিপে কাটিয়েছে।

এই মুহূর্তে এভারটন প্রিমিয়ার লিগ টেবিলের ১৭তম স্থানে রয়েছে। তলানির থেকে তৃতীয় স্থানে থাকা লুটনের থেকে মাত্র এক পয়েন্ট উপরে রয়েছে তারা। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্ট রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট উপরে উঠে ১৫তম স্থানে রয়েছে।

এই বিষয়ে শুনানি ৮ এপ্রিল শেষ হবে। লিগের শেষ ম্যাচ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]