সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘লিভারপুলকে কঠিন দায়িত্ব পালন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ। তার স্থানে নতুন কোচ খুঁজে নিতে লিভারপুলকে অনেক কঠিন দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন ক্লাবটির অধিনায়ক ভার্জিল ফন ডাইক। একই সঙ্গে তিনি আশা করেন, ক্লাবের লক্ষ্যের ওপর ক্লপের চলে যাওয়া প্রভাব ফেলবে না।

ক্লপের যোগ্য উত্তরসূরী খুঁজতে কষ্ট হলেও এক্ষেত্রে লিভারপুল সঠিক সিদ্ধান্ত নেবে বলেই বিশ্বাস করেন ভার্জিল ফন ডাইক। তিনি বলেন, ‘ক্লাবের হাতে এখন অনেক বড় একটি কাজ অপেক্ষা করছে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারছে।’

এরপর তিনি বলেন, ‘এখানে শুধুমাত্র কোচের বদলি নয়, পুরো কোচিং স্টাফ এখানে জড়িত। আমি বিষয়টি নিয়ে খুবই কৌতূহলী। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন আমাদের ভালোভাবে মৌসুম শেষ করাই মূল লক্ষ্য।’

ক্লপের বিদায়ের আগে লিভারপুলের সামনে প্রিমিয়ার লিগে এখনো বড় পরীক্ষা অপেক্ষা করছে। বুধবার চেলসি সফরে যাবার পর আগামী সপ্তাহে টেবিলের দ্বিতীয় দল আর্সেনালের মোকাবেলা করবে অলরেডসরা।

ডাচ ডিফেন্ডার ফন ডাইক স্বীকার করেছেন চার প্রতিযোগিতার শিরোপা প্রত্যাশী লিভারপুলের লক্ষ্য একটাই, এখানে কোন পার্থক্য নেই। এ সম্পর্কে তিনি বলেন, ‘কোন কিছুই আসলে পরিবর্তন হয়নি। অবশ্যই মৌসুমের পরে পরিবর্তন বোঝা যাবে।’

তিনি যোগ করেন, ‘কিন্তু এই মুহূর্তে তেমন কিছু স্পষ্ট করে বলা যাচ্ছেনা। নিজেদের লক্ষ্য পূরণে আমাদের সকলকে নিশ্চিতভাবেই একত্রিত হয়ে থাকতে হবে। আমরা সবাই মানুষ, আমাদেরও আবেগ রয়েছে। কোনো খেলোয়াড়ের পেশাদারিত্ব কমে যায়নি, এতটুকু আমি নিশ্চিত করতে পারি।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:০২ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]