মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার হার, বুন্দেসলিগা জয়ের পথ থেকে ছিটকে যাচ্ছে বায়ার্ন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

আবার হার, বুন্দেসলিগা জয়ের পথ থেকে ছিটকে যাচ্ছে বায়ার্ন

বিগত এক দশকে বুন্দেসলিগাকে অনেকটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল বায়ার্ন মিউনিখ। তবে চলতি মৌসুমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। এবার বোচুমের কাছে ৩-২ গোলে হেরেছে বাভারিয়ানরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ভোনোভিয়া রুহর স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়েছে বোচুম। বাভারিয়ানদের হয়ে গোল দুটি করেন জামাল মুসিয়ালা ও হ্যারি কেইন।

বোচুমের মাঠে ১৪ মিনিটের মাথায় লিড নেয় বায়ার্ন মিউনিখ। বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। গোল ব্যবধান আরও বাড়াতে আক্রমণের ঝড় তোলেন কেইন-মুসিয়ালারা। পুরো ম্যাচ জুড়ে ১০টি শট গোলপোস্টেও রাখে দলটি।

তবে উল্টো গোল হজম করে বসে বায়ার্ন। ৩৮ মিনিটের মাথায় স্বাগতিক বোচুমকে সমতায় ফেরান জাপানের তাকুমো আসানো। ৬ মিনিটের ব্যবধানে ২-১ গোলের লিডও পেয়ে যায় বোচুম। ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন কেভেন স্লোটারবেক।

বিরতি থেকে ফেরার পর আক্রমণে দ্বিগুণ গতি বাড়ায় বায়ার্ন। প্রতিবারই তাদের চেষ্টা প্রতিহত হয় বোচুমের রক্ষণ দেয়ালে। ৭৮ মিনিটের মাথায় স্বাগতিক ফুটবলারকে ডি-বক্সে ফাউল করেন দায়োত উপামেকানো। রেফারি পেনাল্টি নির্দেশ দেন।

স্পটকিক থেকে সফল ভাবে লক্ষ্যভেদ করেন মিডফিল্ডার কেভিন স্টোগার। বোচুম ৩-১ গোলের ব্যবধানে লিড নেয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার উপামেকানো। ৮৭ মিনিটে এক গোল পরিশোধ করেন হ্যারি কেইন। বাকি সময় চেষ্টা চালিয়েও গোল আদায়ে ব্যর্থ হয় বায়ার্ন।

এ হারের সুবাদে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে বায়ার্ন মিউনিখ। সমান সংখ্যক ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বেয়ার লেভারকুজেন। ২২ ম্যাচে ২৫ পয়েন্ট নিতে তালিকার ১১তম স্থানে আছে ভিএলএফ বোচুম।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০১ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]