মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরের উইকেট নিয়ে বিদেশিদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

মিরপুরের উইকেট নিয়ে বিদেশিদের অভিযোগ

দশম বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আসরের প্লে-অফের তিন ম্যাচসহ আর মাত্র ৪ ম্যাচ বাকি রয়েছে। প্রতিবারের মতো এবারও বিপিএলে অংশ নিতে এসেছে বহু বিদেশি ক্রিকেটার।

প্রতিবারের মতো এবারও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের সবচেয়ে বেশি ম্যাচ। শুক্রবার মিরপুরে গড়িয়েছিল লিগ পর্বের শেষ দুই ম্যাচ। যেখানে রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ হারের পর খুলনার বিদেশি ক্রিকেটার ওয়েন পার্নেল অবশ্য মনে করিয়ে দিলেন কম রানের কথা।

ম্যাচ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে পার্নেল বলেন, ‘প্রথমত চট্টগ্রামের উইকেট বেশ ভালো ছিল। ব্যাটারদের জন্য ভালো ছিল। অবশ্যই বোলারদের জন্য চ্যালেঞ্জিং ছিল। লোকে টি-২০ ক্রিকেট দেখে হাইস্কোরিং ম্যাচ দেখার জন্য। আমার মনে হয় না কেউ ১৩০-১৪০ রানের ম্যাচ দেখতে চায়।’

দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার আরো বলেন, ‘একজন বোলার হিসেবে বলতে গেলে এটি আমাদের জন্য কঠিন। তবে আমি যদি জানি যে এখানে হাইস্কোরিং ম্যাচ হবে তাহলে আমার জন্য এটি চ্যালেঞ্জিং হবে। দর্শকদের জন্য এবং ব্যাটারদের জন্য বিষয়টি ভালো। বড় রান করার ক্ষেত্রে কীভাবে ইনিংস গড়তে হবে এসব বিষয়গুলো ব্যাটাররা শিখতে পারবে।’

মিরপুরের উইকেট নিয়ে পার্নেল বলেন, ‘এখানে (মিরপুর) কিছুটা ভিন্ন ধরনের দক্ষতা নিয়ে আসতে হবে আপনাকে। বেশিরভাগ ব্যাটার এখানে ১০০ এর চেয়ে সামান্য বেশি স্ট্রাইকরেটে ব্যাট করছিল। আগের ম্যাচটাও তো লো স্কোরিং হল। এমন ম্যাচ দেখাটা আসলেই বেশ কঠিন। আমার মনে হয় সবাই হাইস্কোরিং ম্যাচ দেখতে চায়।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]