শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাছ ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ মার্চ ২০২৪ | প্রিন্ট

মাছ ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

নেত্রকোণার মদন উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে সবুজ মিয়া নামে এক শিশু নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের আরো চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলা ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে যাত্রাখালী খাল নিয়ে এ ঘটনা ঘটে। নিহত শিশু সবুজ মিয়া উপজেলার ফতেপুর গ্রামের আশেকের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের সোলেমান মিয়া, আব্দুল হেকিম, হৃদয় মিয়া ও মো. আশেক মিয়া। আটককৃতরা হলেন- মো. মল্লিক মিয়া, আনচু মিয়া ও চাঁন মিয়া। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আটকরা সবাই ফতেপুর গ্রামের বাসিন্দা।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, উপজেলার যাত্রাখালী খালের পাশে ফতেপুর গ্রামের ইব্রাহিম মুন্সীর একটি ডোবা রয়েছে। হাওরাঞ্চলে থাকায় ডোবাটিতে প্রচুর পরিমাণে মাছ থাকে। প্রতিবছরই ফাল্গুন-চৈত্র মাসে পানি কমে আসার পর ডোবাটি থেকে মাছ ধরা হয়। গত বছর একই গ্রামের হিরণ মিয়ার কাছে এক মওসুমের জন্যে এই ডোবাটি লিজ দেন। হিরণ মিয়াও যথারীতি গত বছর ডোবাটি থেকে মাছ তুলে নেন। এই লিজের মেয়াদ গত কার্তিক মাসে শেষ হয়। সময়সীমা শেষ হলেও হিরণ মিয়া ও তার লোকজন শুক্রবার বিকেলে সোয়া ৩টার দিকে ডোবাটি থেকে মাছ ধরা শুরু করেন। তখন ইব্রাহিম মুন্সী ও তার লোকজন বাধা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু সবুজ মিয়া।

তিনি আরো জানান, ঘটনার পর পর গ্রামটিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]