বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ওভারে পাঞ্জাবের নাটকীয় জয়

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

শেষ ওভারে পাঞ্জাবের নাটকীয় জয়

আহমেদাবাদে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিয়েছে গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। যেখানে দলটির জয়ের নায়ক শশাংক সিং।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে গুজরাট। জবাবে ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

২০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলের মাত্র ১৩ রানে পাঞ্জাব হারায় অধিনায়ক শিখর ধাওয়ানকে। ১৩ বলে ৪ চারে ২২ রান করে দলকে আশা দেখান জনি বেয়ারস্টো। কিন্তু ফিরে যান ষষ্ঠ ওভারের প্রথম বলে।

এরপর ৬ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় পাঞ্জাবের ইনিংস। এ যেন গুজরাটের ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ। কিন্তু সিকান্দার রাজা ও শশাংকের ব্যাটে তারা ঘুরে দাঁড়াতে শুরু করে । দুজনে মিলে ২২ বলে তোলেন ৪১ রান।

১৬ বলে ১৫ রান করে মোহিত শর্মার বলে রাজা আউট হয়ে ফিরলে ভাঙে এ জুটি। জয় নিয়ে দেখা দেয় সংশয়।মনে হচ্ছিল, আর জেতা হচ্ছে না পাঞ্জাবের। কেননা তখন ১২.২ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের রান ছিল ১১১। জিততে হলে ৪৬ বলে ৮৯ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের।

ফের পাঞ্জাবকে আশা দেখায় শশাংক ও জিতেশের ১৯ বলে ৩৯ রানের জুটি। কিন্তু ৮ বলে ২ ছয়ে ১৬ রান করে আউট হয়ে যায় জিতেশ।আবার হতাশা দেখা দেয় প্রীতি জিনতার দলের। এরপরও হাল ছাড়েননি শশাংক ও বদলি খেলোয়াড় আশুতোষ শর্মা। দুজনে মিলে ম্যাচ নিয়ে যেতে থাকেন গভীরে।

শেষ ২ ওভারে জয়ের জন্য পাঞ্জাবের প্রয়োজন ছিল ১২ বলে ২৫ রান। মোহিতের করা ইনিংসের ১৯তম ওভারে ১৮ রান নিয়ে আরও সহজ করেন শশাংক ও আশুতোষ। শেষ ওভারে দরকার ছিল ৭ রান। এ সময় গুজরাট অধিনায়ক গিল একটা ফাটকা খেলেন।

গিল বল তুলে দেন এর আগে একটিও ওভার না করা দর্শন নালকান্দেকে। দর্শন প্রথম ওভারেই ফেরান ১৭ বলে ৩ চার ও ১ ছয়ে ৩১ রান করা আশুতোষকে। ২২ রানে ৪৩ রানের জুটি ভেঙে যায়। আশুতোষের পর ব্যটিংয়ে আসেন হারপ্রীত ব্রার।

নতুন ব্যাটসম্যানকে বাউন্সার দিতে গিয়ে অতিরিক্ত উচ্চতার কারণে ওয়াইড দেন দর্শন। দ্বিতীয়টি রিভিউ নিয়ে জেতে গুজরাট। ফলে শেষ ৪ বলে ৫ রানের লক্ষ্য দাঁড়ায় পাঞ্জাবের সামনে। পরের বলটিতে সিঙ্গেল নিয়ে শশাংককে স্ট্রাইক দেন হারপ্রীত।

স্ট্রাইক পেয়ে মুখোমুখি হওয়া প্রথম বলে চার মারেন শশাংক। এরপর ১ বল হাতে রেখেই সিঙ্গেল নিয়ে প্রীতির পাঞ্জাবকে আইপিএলে দ্বিতীয় জয় এনে দেন তিনি। মাঠ ছাড়ার সময় ২৯ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬১ রানে অপরাজিত ছিলেন শশাংক।

এর আগে গিলের ৪৮ বলে ৬ চার ও ৪ ছয়ে অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে ১৯৯ রান করে গুজরাট। দলটির পক্ষে সাই সুদর্শন করেছেন ১৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান

Facebook Comments Box
advertisement

Posted ২:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]