বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রাজকুমার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

অগ্রিম টিকিট বিক্রিতে এগিয়ে রাজকুমার

ঢাকাই সিনেমায় দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন শাকিব খান। সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের রাজত্ব পুরোনো। তবে যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ ও সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা সিনেপ্লেক্সেও রাজত্ব করে। এবার ঈদে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে রাজত্ব করছে।

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমা মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তাছাড়া এবারের ঈদে আরও ১০টি সিনেমা মুক্তি পেলেও সিঙ্গেল স্কিনে জায়গা করতে পারেনি সেগুলো। তবে মাল্টিপ্লেক্সে মিশুক মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমা রাজকুমারের চেয়ে বেশি শো পেলেও ঈদের দিন যেতে না যেতেই এখানে শো বাড়ে ‘রাজকুমার’র। আগের শোগুলোর সঙ্গে সনি স্কয়ারে ১টি, বঙ্গবন্ধু জাদুঘরে ২টি এবং রাজশাহীতে বাড়ানো হয় ১টি শো। সব মিলিয়ে সিনেপ্লেক্সে ‘রাজকুমার’ সিনেমার মোট শো দাঁড়ায় ১৭টি।

দেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘রাজকুমার’ কেমন যাচ্ছে সে খোঁজ নিতে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং অফিসার মেজবাহ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘‘রাজকুমার’ স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে বলেই আমরা শো বাড়িয়েছি। এখন পর্যন্ত অগ্রিম টিকিটে বিক্রিতে ‘রাজকুমার’ সবচেয়ে এগিয়ে আছে।’’

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এর আগে এই নির্মাতার ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হিট করে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]