বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক গোল হজম করে বিরতিতে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ মার্চ ২০২৪ | প্রিন্ট

এক গোল হজম করে বিরতিতে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গেল ম্যাচে এল সালভাদরের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেলেও, কোস্টারিকার বিপক্ষে প্রথম হাফেই এক গোল হজম করেছে মেসিবিহীন আর্জেন্টিনা।

বুধবার (২৭ মার্চ) ম্যাচের ৩৪ মিনিটে কোস্টারিকার হয়ে গোল করেন ম্যানফ্রেড উগালদে। যদিও ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে যায় কোস্টারিকা। আর্জেন্টিনা সবচেয়ে বড় সুযোগ পায় ম্যাচের ২১ মিনিটে। লো সেলসো ও ডি মারিয়ার বোঝাপড়ায় ডি বক্সে ঢুকে শট নেন সেলসো। তবে তা দারুণভাবে ঠেকিয়ে দেন কোস্টারিকার গোলরক্ষক নাভাস।

কোস্টারিকা তেমন সুযোগ তৈরি করতে না পারলেও, কয়েকটি সুযোগেই বাজিমাত করে তারা। বল দখলেও আর্জেন্টিনা থেকে বেশ পিছিয়ে তারা।

এদিকে কোস্টারিকার বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছেন কোচ স্ক্যালোনি। প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে নেমেছেন ওয়াল্টার বেনিতেজ। এছাড়াও, প্রথমবার আর্জেন্টিনা শুরুর একাদশে জায়গা পেয়েছেন উইঙ্গার গারনাচো।

এছাড়াও, পরিবর্তন আছে ডিফেন্স, মিডফিল্ড ও আক্রমণভাগে। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘদিন গোল না পাওয়া লাউতারো মার্টিনেজের বদলে একদশে জায়গা পেয়েছেন ম্যানসিটির তারকা জুলিয়ান আলভারেজ।

গত শনিবার (২৩ মার্চ) এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে আজকের ম্যাচে প্রথম হাফ শেষে পিছিয়ে আছে তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]