
| শুক্রবার, ১৩ মার্চ ২০২০ | প্রিন্ট
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় আসাদুল বারী খান (৪২) নামে এক স্কুলশিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে সুবর্নখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল বারী ওই গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সেনগ্রাম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল বারী খান নিজ গ্রামে তার অসুস্থ চাচা মো. খলিলুর রহমান খানকে দেখে আসার সময় একদল দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে গিয়ে পায়ে এবং বুকে গুলি করে হত্যা করে গড়াই নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, সুবর্ণখোলা গ্রামের গড়াই নদীর পাড় থেকে আসাদুল বারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে ৫ জনকে আটক করেছে পুলিশ।
রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আসাদুল বারী খানের হত্যার বিষয়টি জানার পর সেখানে প্রায় ১৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar