শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখোমুখি সংঘর্ষ দুই বাসের, অল্পের জন্য রক্ষা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | প্রিন্ট

মুখোমুখি সংঘর্ষ দুই বাসের, অল্পের জন্য রক্ষা

টাঙ্গাইলের ঘাটাইলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মোগলপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার মোগলপাড়া নামক স্থানে শেরপুরগামী শিবু পরিবহনের বাসের সাথে ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে উভয় বাসের ১০ যাত্রী আহত হন। এ সময় সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ঘাটাইল ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহতদের মধ্যে নয়জনের পরিচয় মিলেছে। তারা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার শাকিল আহম্মেদ (২২), সরিষাবাড়ি উপজেলার আটুয়া বাজারের হারুর অর রশিদ (৩৫), টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়ার রুবেল হোসেন (৩৫), মধুপুর উপজেলার কাইতকাই গ্রামের রহিম (৫০), কালিহাতী উপজেলার বাবলু (৩৫), ধনবাড়ি উপজেলার কাশেম (২৬), গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামের আব্দুল বারী (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার শাকিল মিয়া (৩৫) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গালাজোড় গ্রামের রেহেনা পারভীন (২৮)।

গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]